1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও ১ হাজার বৃক্ষ রূপন - মুক্তকথা
মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১১:৩৬ অপরাহ্ন

নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ ও ১ হাজার বৃক্ষ রূপন

শিল্পাঞ্চলীয় প্রতিনিধি
  • প্রকাশকাল : শনিবার, ২৪ জুন, ২০২৩
  • ৩৩৬ পড়া হয়েছে

নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা প্রদান অনুষ্ঠান

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের জাতীয় মহিলা সংস্থার আওতাধীন ‘তৃণমূল পর্যায়ে অর্থনৈতিক ক্ষমতায়নে নারী উদ্যোক্তাদের বিকাশ সাধন প্রকল্প’ এর উদ্যোগে অনুষ্ঠিত হয় নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা ও ভাতা প্রদান অনুষ্ঠান।
২৪শে জুন শনিবার শ্রীমঙ্গলস্থ জেলা পরিষদ অডিটোরিয়াম ভাতা প্রদান অনুষ্ঠানে প্রশিক্ষনপ্রাপ্ত ১৫০ জন প্রশক্ষনার্থীর হাতে মোট ১২ লক্ষ ৯৫ হাজার ৯৫০ টাকা ভাতা তুলে দেয়া হয়। এছাড়াও ৫ জন সেরা উদ্যোক্তা ও ৫ জন সেরা প্রশিক্ষনার্থীর হাতে সম্মাননা স্বারক তুলে দেয়া হয়।

জাতীয় মহিলা সংস্থা, মৌলভীবাজারের চেয়ারম্যান রেজিয়া রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান হাজী লিটন, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, মহিলা বিষয়ক কর্মকর্তা শাহেদা আকতার, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

এছাড়াও সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে মেহরাব জেরিন আহমেদ, রুমা আক্তার, মুক্তি রাণী স্বর্নকার, লাকী আক্তার, সাথী বোনার্জী।

সেরা প্রশিক্ষনার্থীর পুরস্কার পেয়েছে ক্যাটারিং এ দীপা আক্তার, ইন্টেরিয়র রিপা আকার, বিজনেস ক্যাটাগরিতে মমতা বেগম, ফ্যাশন ডিজাইনে রোকেয়া বেগম, বিউটিশিয়ানে সোনিয়া আক্তার মেরিন।
সঞ্চালনায় ছিলেন প্রশিক্ষণ কর্মকর্তা খন্দকার খালেদ মোশাররফ।

শ্রীমঙ্গলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় ১ হাজার বৃক্ষরোপন

 

দেশের অন্যতম পর্যটন নগরী চায়ের রাজধানী শ্রীমঙ্গলের সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসন শ্রীমঙ্গলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথম দিনে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ বিটিআরআই এলাকার দু’পাশ দিয়ে টি রিসোর্ট এন্ড মিউজিয়াম পর্যন্ত ১ কিলোমিটার রাস্তা জুড়ে কৃষ্ণচূড়া ও রাধাচুড়া ফুলের এক হাজার চারা রোপন করা হয়।
অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি, সাবেক চীফ হুইপ, বীরমুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপন কর্মসূচি কর্মসূচির উদ্বোধন করেন।

শনিবার (২৪ জুন) সকাল ১১ ঘটিকায় শ্রীমঙ্গল টি রিসোর্ট এন্ড মিউজিয়ামে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে ও শিক্ষক জহর তরপদারের সঞ্চালনায় আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল, সাধারণ সম্পাদক(ভারপ্রাপ্ত) জগৎজ্যেতি ধর শুভ্র, প্রকল্প উন্নয়ন ইউনিটের পরিচালক রফিকুল ইসলাম, ফিনলে টি কোম্পানীর ডিজিএম জি এম শিবলি, জেরিন চা বাগানের জিএম সেলিম রেজা, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, বীরমুক্তিযোদ্ধা কুমুদ রঞ্জন দেব, বীরমুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন ছমরু, ভিক্টোরিয়া উচ্চ বিদালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালাসহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপর কর্মসূচির প্রথম দিনে শ্রীমঙ্গলের ভানুগাছ রোডস্থ বিটিআরআই এলকার দু’পাশ দিয়ে টি রিসোর্ট এন্ড মিউজিয়াম পর্যন্ত ১ কিলোমিটার রাস্তায় জুড়ে কৃষ্ণচূড়া ও রাধাচুড়া ফুলের এক হাজার চারা রোপন করা হয়।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT