হলিউডে চলমান ধর্মঘট নতুন মোড় নিয়েছে। এ ধর্মঘটে এবার নতুন করে শরিক হয়েছে ছোট-বড় পর্দার অভিনেতাদের সংগঠন ‘দ্য স্ক্রিন অ্যক্টর্স গিল্ড’। নায্য বেতন ও উন্নততর কাজের পরিবেশের দাবিতে বৃহৎ প্রতিষ্ঠানগুলির সঙ্গে বৈঠকে বসার দাবি করেছে এই সংগঠন। সংগঠনটি ধর্মঘটের সাথে যুক্ত হওয়ায় নতুন মাত্রা পেয়েছে হলিউডের চলমান আন্দোলন।
সংবাদ মাধ্যম থেকে জানা গেছে ‘এআই’(আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) নামের এ প্রযুক্তির বহুল ব্যবহার কমিয়ে আনার পক্ষে প্রায় এক লাখ ৬০হাজার অভিনেতা অভিনেত্রী সমর্থন জানিয়েছেন যা নতুন আশংকার জন্ম দিয়েছে। আরো জানা গেছে যে ‘স্ট্রিমিং’ প্রযুক্তির প্রসার চলচ্চিত্র ব্যবসার কাজে উপকারী হলেও এতে ব্যাহত হচ্ছে চিত্রনাট্যকার, অভিনেতা ও অন্য কলাকুশলীদের স্বার্থ। সমস্যা অনেকটাই জটিল আকারের।
উল্লেখ্য, হলিউডের এবারের ধর্মঘটের ডাক গত ৪০ বছরের সব থেকে বড় একটি আন্দোলনের ডাক হিসেবে চিহ্নিত হলো হলিউডে। এ ধর্মঘট গত ২মে থেকে চলে আসছে।
তথ্য সূত্র: আনন্দবাজার পত্রিকা