বাংলাদেশ পথনাটক পরিষদের শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচির উদ্বোধন হলো কেন্দ্রীয় শহীদ মিনারে।
আজ শুক্রবার(২৪ নভেম্বর) বিকাল ৪টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ পথনাটক পরিষদের আয়োজনে প্রতিবছরের ন্যায় এবছরও শীতকালীন মৌসুমী পথনাটক কর্মসূচির উদ্বোধন করেন বিশিষ্ট নাট্যকার নির্দেশক অভিনেতা নাট্যজন মামুনুর রশীদ।
বাংলাদেশ পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি লেখক-গবেষক গোলাম কুদ্দুছ। পরিষদের অনুষ্ঠান সম্পাদক নিয়াজ আহমেদ এর সঞ্চালনায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি নাট্যজন ঝুনা চৌধুরী, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন রেজা ও পরিষদের সহ-সভাপতি অধ্যাপক ড. রতন সিদ্দিকী। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ পথনাটক পরিষদের সহ-সাধারণ সম্পাদক আক্তার-উ-জ্জামান কিরন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে আজাদ আবুল কালাম রচিত, দেবাশীষ ঘোষ নির্দেশিত সম্মিলিত সাংস্কৃতিক জোটের প্রযোজনা “ঠিকানা” ও আসমা আক্তার লিজা রচিত ও নির্দেশিত নাটনন্দন এর প্রযোজনা “ধুপ আতরের বঙ্গপালা” এই দুইটি পথনাটক পরিবেশন হয়।