দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন ২২ জন প্রার্থী। তাদের মধ্যে রয়েছেন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল(জাসদ), তৃণমূল বিএনপি, ইসলামিক ঐক্যজোট, বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট, বিকল্পধারা ও বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটসহ একাধিক স্বতন্ত্র প্রার্থী।
মৌলভীবাজার- ১ আসনে বর্তমান এমপি মো. শাহাবুদ্দিন(নৌকা), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে আহমেদ রিয়াজ উদ্দিন ও স্বতন্ত্র প্রার্থী মো. ময়নুল ইসলাম-প্রতীক(ট্রাক) এবং তৃণমূল বিএনপির মো.আনোয়ার হোসেন(সোনালী আঁশ)।
মৌলভীবাজার-২ আসনে নৌকা প্রতীকের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী, স্বতন্ত্র প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ এ কে এম সফি আহমদ সলমান(ট্রাক), স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আব্দুল মতিন(কাঁচি), তৃণমূল বিএনপি থেকে সোনালী হাঁস প্রতীকে এম এম শাহীন, ইসলামী ঐক্যজোট থেকে মাওলানা আছলাম হোসাইন রাহমানী(মিনার), বিকল্পধারার মো. কামরুজ্জামান সিমু(কুলা) এবং ইসলামি ফ্রন্টের এনামুল হক মাহতাব(মোমবাতি) ও জাতীয় পার্টি থেকে লাঙ্গল প্রতীকে আব্দুল মালিক। ১৭ তারিখ মনোনয়ন প্রত্যাহার করেন জাসদের প্রার্থী মো: বদরুল হোসেন।
মৌলভীবাজার-৩ আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী জিল্লুর রহমান, জাসদের মশাল প্রতীকে আব্দুল মোসাব্বির(মশাল), ওয়ার্কাস পার্টির তাপস কুমার ঘোষ(হাতুড়ী), জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মো. আলতাফুর রহমান, সাংস্কৃতিক মুক্তি জোটের ফাহাদ আলম(ছড়ি), ইসলামী ফ্রন্টের আব্দুর রউফ(মোমবাতি), এনপিপির আবু বক্কর(আম)।
মৌলভীবাজার-৪ আসনে বর্তমান সাংসদ সাবেক হুইপ ও বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ(নৌকা), ইসলামি ঐক্যফ্রন্টের আ. মুহিদ হাসানী(মোমবাতি) এবং ইসলামিক ঐক্যজোট মো. আনোয়ার হোসাইন(মিনার)।