বাঙ্গালী হাবিবুর স্ত্রী কুলসুমকে চাকুমেরে হত্যা করলেন।
কিন্তু কেনো এ হত্যা?
২৭ বছর বয়সী স্ত্রী কুলসুম আক্তারকে চাকু দিয়ে হত্যার দায়ে স্বামী হাবিবুর মাসুমকে(২৫) পুলিশ আজ আদালতে উপস্থিত করে। হত্যা ঘটনাটি ঘটেছে গত ৬ এপ্রিল শনিবার বেলা আনুমানিক সাড়ে ৩ঘটিকার সময়।
সূত্রে জানা যায়, ২৫ বছর বয়সী হাবিবুর মাসুম, যিনি বার্নলী এলাকার লিমিংটন এভেন্যু’তে বাস করেন, গত ৬ এপ্রিল শনিবার ওয়েস্ট গেইট-এ চাকুদিয়ে তার স্ত্রী কুলসুম আক্তারকে আঘাত করেন। এ সময় স্ত্রী কুলসুম তার বাচ্চাকে ‘প্রাম’-এ ঢুকাচ্ছিলেন। পরে পুলিশ এসে মারাত্মক আঘাতপ্রাপ্ত অবস্থায় কুলসুমকে হাসপাতালে ভর্তি করে। সেখানেই কুলসুম মারা যান। অবশ্য এ আক্রমনে তার বাচ্চার কোন ক্ষতি হয়নি।
|
পুলিশ গত ৬ এপ্রিল শনিবার থেকে মাসুমকে খুঁজে খুঁজে গত ৯ এপ্রিল মঙ্গলবার তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং স্ত্রী’কে হত্যার দায় দিয়ে মাসুমকে আদালতে তুলে।
হত্যার পাশাপাশি ধারালো সামগ্রী রাখার দায়ও এনেছে পুলিশ মাসুমের বিরুদ্ধে। প্রথমে মাসুমকে ব্রাডফোর্ড মেজিস্ট্রেট আদালতে উপস্থিত করা হয় এবং সেখান থেকে তাকে শুক্রবারের মধ্যে ‘ক্রাউন আদালতে’ উপস্থিত হওয়ার নির্দেশ দেয়া হয়।
গত ৯ এপ্রিল মঙ্গলবার পুলিশ মাসুমকে বাকিংহামশায়ারের এইলসবারী থেকে গ্রেপ্তার করে। কুলসুম আক্তারের চাচাতো ভাই আপ্তাব মিয়া সংবাদ মাধ্যমকে জানান যে দু’বছর আগে কুলসুম তার স্বামীর সাথে বাংলাদেশ থেকে বৃটেনে এসেছিল। তার স্বামী বৃটেনে লেখা-পড়া করছিলেন। [সংবাদ ও ছবি-বিবিসি]