লোকালয়ে বিশাল আকৃতির অজগর
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বাড়ির গোয়াল ঘর থেকে ১২ ফুট লম্বা বিশাল আকৃতির একটি অজগর উদ্ধার করা হয়েছে।
রোববার (৯ জুন) উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া গ্রামের হাসান মিয়ার বাড়ির গোয়ালঘরের ছাদে কুন্ডলী পাকানো অবস্থায় অজগরটি বাড়ীর লোকজনের চোখে পড়ে।
হাসান মিয়া জানান, দুপুরের দিকে তার গোয়াল ঘরের পাশে গেলে কি একটা নড়াচড়ার শব্দ শুনতে পান। তবে এতে তিনি তেমন একটা গুরুত্ব দেননি। একপর্যায়ে গোয়ালঘরে ঢুকে ঘরের ছাদের এককোনায় বিশাল আকৃতির একটি অজগর দেখে আঁৎকে উঠেন। ভয়ে চেচামেচি করতে শুরু করলে বাড়ির লোকজনেরা ছুটে আসেন। তখন অজগরটি লোকজনের উপস্থিতি আঁচ করতে পেয়ে কুণ্ডলী পাকিয়ে ছোট হয়ে লুকিয়ে থাকার চেষ্টা চালায়।
খবর পেয়ে বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন এর পরিচালক স্বপন দেব সজল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। পরে অনেক চেষ্টা চালিয়ে অজগরটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
স্বপনদের জানান, পরে সাপটিকেশ্রী মঙ্গলে অবস্থিত বণ্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কার্যালয়ে হস্তান্তর করা হয়। সাপটির ওজন প্রায় ২০ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৩ ফুট। সাপটি লাভাইড়া জাতীয় উদ্যানে ছেড়ে দেয়া হবে বলে বন্যপ্রাণী বিভাগ সূত্রে জানা যায়।