1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন - মুক্তকথা
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪, ০৫:৫৯ অপরাহ্ন

সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন

শিক্ষা প্রতিবেদক
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৮২ পড়া হয়েছে

৫ অক্টোবরের আগাম সাবধানি সংক্ষেত

পাঠ্যতালিকা না কমালে আমাদের এক দফা শুরু হবে,
আমরা কেউ পরীক্ষায় বসবো না।


 

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত সিলেবাসের দাবিতে মানববন্ধন করেছে মৌলভীবাজার জেলার শিক্ষার্থীরা। গত মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, দুপুরে মৌলভীবাজার প্রেস ক্লাব প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।

৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণির বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যতালিকার দাবিতে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে অংশগ্রহনকারী শিক্ষার্থীরা বার্ষিক পরীক্ষায় সংক্ষিপ্ত পাঠ্যতালিকার তাদের এ দাবীকে যৌক্তিক বলে তারা মনে করে এবং তারা সংক্ষিপ্ত পাঠ্যতালিকায় ছয়টি বিষয়ের পরীক্ষা নেওয়ার দাবি জানায়। এছাড়াও, শিক্ষকদের হাতে ৩০ শতাংশ মার্ক না রাখার পক্ষেও দাবি তুলে তারা।

আগামী ৫ অক্টোবরের মধ্যে দাবি না মানলে আমরা পরীক্ষায় বসবো না এবং অটোপাশের এক দফা দাবিতে আন্দোলন শুরু করা হবে।

জানতে চাওয়া হলে, মৌলবীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের জনৈক ছাত্রী বলে যে, তারা অর্ধবার্ষিক পরীক্ষা দল(গ্রুপ) ভিত্তিক দিয়েছে। এখন এই পরীক্ষার পাঠ্যতালিকা বাড়িয়ে দেয়া হয়েছে। যা একজনের পক্ষে সংক্ষিপ্ত সময়ে পড়ে পরীক্ষা দেয়া কোনভাবেই সম্ভব নয়। আমরা চাই পাঠ্যতালিকা সংক্ষিপ্ত করতে এবং শিক্ষকের হাতে রাখা মার্ক কমাতে। শিক্ষকের হাতে মার্ক থাকলে আমরা পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারব না। পাঠ্যতালিকা না কমালে আমাদের এক দফার পথে হাটতে বাধ্য করা হবে। আর সেটা হলো অটোপাশ। এই অটোপাশের পথে আমরা হাটতে চাইনা।

শিক্ষার্থীরা আরো বলে যে, অর্ধ-বার্ষিক পরীক্ষা দেয়ার পর এখন মধ্যখানে এসে আবার পাঠসূচী পরিবর্তন করে পরীক্ষা নেয়া হবে; এটি কেমন সিদ্ধান্ত? আমরা ছাত্র-ছাত্রীদের নিয়ে তারা খেলা শুরু করেছে। তারা ভাবেন আমরা কিছু বলব না? অর্ধেক পরীক্ষা দেয়ার পর মাঝপথে পাঠ্যক্রম বদলে নতুন কিছু বিষয় নিয়ে পরীক্ষা নেয়া এমন ব্যবস্থা আগে কোথায়ও হয়েছে আমাদের জানা নেই।

অপর একজন শিক্ষার্থী বলে, আমাদের বর্তমান পাঠ্যসূচী বেশ বড়। আমরা অল্প সময়ের জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচী চাই। আমরা বলছি না যে ‘অটোপাশ’ দিয়ে দিতে। নির্ধারিত নতুন এই বড় আকারের পাঠ্যসূচীতে পরীক্ষা দেওয়া আদৌ সম্ভব নয়।

স্থানীয় সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর একজন শিক্ষার্থী বলে, নতুন কারিকুলামে এটি একটি বৃহৎ সিলেবাস। আমরা এজন্য মাঠে নেমেছি। আমাদের যৌক্তিক একটি শর্ট সিলেবাস দিতে হবে।

অপর একজন ছাত্র বলেন, সিলেবাসটি এমনভাবে সাজানো হয়েছে যা ছয় মাস পড়ালেখা করে শেষ করা সম্ভব নয়। কিন্তু আমাদের হাতে আছে মাত্র দুই মাস। যৌক্তিক সংক্ষিপ্ত সিলেবাসের বিষয়টির দাবি না মানা হলে আমরা কেউ পরীক্ষায় বসব না।

মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীরা, মৌলভীবাজার আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীসহ আরও কয়েকটি স্কুলের শিক্ষার্থীরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT