1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলন, নতুন এক বিশ্বের ডাক - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২:২০ পূর্বাহ্ন

রাশিয়ার কাজানে ব্রিকস সম্মেলন, নতুন এক বিশ্বের ডাক

বিশেষ প্রতিনিধি
  • প্রকাশকাল : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ৭০ পড়া হয়েছে

ব্রিকস সম্মেলন: আসছে পশ্চিম-বিরোধী ‘নতুন বিশ্বব্যবস্থা’র ডাক?

রাশিয়ার মাটিতে ইতিহাসের অন্যতম ‘বড় মাপের পররাষ্ট্রনীতি বিষয়ক সম্মেলন’ বলে কাজানে আয়োজিত সম্মেলনকে ঘোষণা দিয়েছে ক্রেমলিন। ইউক্রেন যুদ্ধের নিকাশে গত দুই বছরে রাশিয়া ও দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একের পর নিষেধাজ্ঞা দিয়ে কোণঠাসা করার চেষ্টা করেছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা শক্তিজোট। কিন্তু পশ্চিমের এ চাপ যে খুব একটা কাজে আসেনি বরং কাগুজে বাঘ হলো তার প্রমাণ এ মঙ্গলবার থেকে শুরু হওয়া ব্রিকস সম্মেলন।

২০ জনেরও বেশি রাষ্ট্রপ্রধানের অংশগ্রহণে এই সম্মেলনে নেতৃত্ব দিচ্ছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। যেখানে যুক্তরাষ্ট্রের ডলার-কেন্দ্রিক বিশ্বব্যবস্থার বিকল্প নিয়ে আসতে পারে পশ্চিম-বিরোধী এই জোট। বিশ্বের প্রায় সকল সংবাদ মাধ্যমই এ সম্মেলনের খবর প্রকাশ করেছে এভাবেই।

এই সম্মেলনে আমন্ত্রিত রাষ্টপ্রধানদের মধ্যে রয়েছেন চীনের শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। অসুস্থতার জন্য ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যোগ দেবেন।

নতুন এক বিশ্বব্যবস্থার ডাক

শুরুতে রাশিয়া, চীন, ভারত ও ব্রাজিলকে নিয়ে আত্মপ্রকাশ করেছিল ব্রিকস(তৎকালীন নাম ব্রিক)। ২০১০ সালে যোগ দেয় দক্ষিণ আফ্রিকা। চলতি বছরের শুরুতে এই জোটে যোগ দেয় নতুন চার দেশ—মিশর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত। উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত এই রাজনৈতিক ও অর্থনৈতিক জোটের দেশজ উৎপাদন সম্প্রতি পশ্চিমা জোট জি সেভেনকে ছাড়িয়ে যাওয়ার দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট।

ব্রিকস বিজনেস ফোরামের বৈঠকে পুতিনের উদৃতি দিয়ে রুশ সংবাদ সংস্থা তাসের প্রতিবেদন বলেছে, গত শুক্রবার ‘১৯৯২ সালে বৈশ্বিক অর্থনীতির ৪৫ দশমিক পাঁচ শতাংশ ছিল জি-৭’র দখলে, ব্রিকস রাষ্ট্রগুলোর দখলে ছিল মাত্র ১৬ দশমিক সাত শতাংশ। কিন্তু এখন? ২০২৩ সালে আমাদের জোটের(ব্রিকস) ভাগ এসে দাঁড়ায় ৩৭ দশমিক চার শতাংশে, আর তাদের ২৯ দশমিক তিন শতাংশে’। এই ব্যবধান সামনে আরও বাড়বে বলে ঘোষণা দেন পুতিন।

ব্রিকস দেশগুলোর মোট জনসংখ্যা প্রায় ৩৫০ কোটি, যা বৈশ্বিক জনসংখ্যার ৪৫ শতাংশ বলে বিবিসি’র মত। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানায়, এবারের সম্মেলনে ব্রিকসকে ‘বৈশ্বিক সংখ্যাগরিষ্ঠের জোট’ হিসেবে ঘোষণা করতে পারেন পুতিন। বলতে পারেন, নিজেদের মাঝে জোট করে ও বাকিদের নিষেধাজ্ঞার মধ্যে রেখে পশ্চিমা দেশগুলোই এখন বাকি বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে।

কনসালটেন্সি ফার্ম ম্যাক্রো-অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ক্রিস ওয়েফার বিবিসিকে বলেন, ‘রাশিয়াকে কোণঠাসা করতে(পশ্চিমা দেশগুলোর) প্রচেষ্ঠা যে পুরোপুরি ব্যর্থ হয়েছে, সেই বার্তা দিচ্ছে এই সম্মেলন। ক্রেমলিন দেখাচ্ছে, এসব নিষেধাজ্ঞা তাদের ভোগাচ্ছে না। নিজের মধ্যে বিভেদ থাকলেও ভূ-রাজনৈতিক পর্যায়ে এই দেশগুলো সবাই রাশিয়ার বন্ধু। তারা সবাই রাশিয়ার সঙ্গে জোট গড়তে চায়।’

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ সালের সম্মেলনে ৪০টিরও বেশি দেশ ব্রিকসে যোগ দেওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করেছে। সেখান থেকে চারটি দেশকে এ বছর নতুন সদস্যপদ দিয়েছে জোটটি। এবারের সম্মেলনেও নতুন কয়েকটি দেশের নাম যোগ হতে পারে।

সিএনএন জানায়, শুক্রবারের বৈঠকে পুতিন আরও বলেন, ব্রিকস জোট ও আগ্রহী দেশগুলো একসঙ্গে কাজ করলে তারা ‘একটি নতুন বিশ্বব্যবস্থা’ গড়ে তুলতে সক্ষম হবে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT