গতকাল ২ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা, নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু করা, আইন-শৃঙ্খলার উন্নতিসাধন করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সভা পরিচালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।
মৌলবীবাজার প্রতিবেদক
মৌলভীবাজারে স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদানের জাতীয় দিবস উদযাপন হয়েছে। শনিবার সিভিল সার্জন কার্যালয়, মৌলভীবাজার ও শেখ বোরহান উদ্দিন(রহঃ) ইসলামী সোসাইটি’র যৌথ আয়োজনে ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল, মৌলভীবাজার, মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপপরিচালক ডাঃ প্রনয় কান্তি দাস।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপারের প্রতিনিধি পুলিশ পরিদর্শক মো: খায়রুজ্জামান, ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. বিনন্দু ভৌমিক, শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম মুহিবুর রহমান মুহিব।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা, সিভিল সার্জন কার্যালয়, সুমন চন্দ্র দেবনাথ, জেলা স্যানেটারি ইন্সপেক্টর,দীপংকর ব্রহ্মচারী, জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা রাজলক্ষ্মী সিনহা। রেড ক্রিসেন্ট এর যুব প্রধান সোহাগ রানা, বিআইএস এর মহাসচিব মিজানুর রহমান রাসেল, সাংগঠনিক সচিব এম জুনেদ আহমদ, কামরান চৌধুরী, আব্দুল কাইয়ুম রুবেল, জুয়েল আহমদ, মোহাম্মদ সুমন, মোঃ মনির উদ্দিন, তারেক হাসান, রেদওয়ান আহমদ ছামী, মাহবুবুর রহমান ইয়ামিম, শাহরিয়ার রহমান শিহাব, জাওদুল হক জিহাদ, সৈয়দ ইমরান আলী সহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, শিক্ষার্থীবৃন্দ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এর আগে এক বর্ণাঢ্য পদযাত্রা সিভিল সার্জনের কার্যালয়ের অফিস প্রাঙ্গন হতে ২৫০ শয্যা বিশিষ্ট সদর জেনারেল হাসপাতাল পর্যন্ত প্রদক্ষিণ করে।
“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহী বাংলাদেশ” এই প্রতিপাদ্য নিয়ে সারা দেশের সাথে মৌলভীবাজারেও জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসন ও জেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে কালেক্টরেট প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনসহ জাতীয় সঙ্গীত পরিবশন করা হয়।
পরে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম’র সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দিন’র সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামছুল হক, আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট’র অধ্যক্ষ গাজী মোঃ সালাহ উদ্দিন, ইউসিসি’র সভাপতি ও জেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ ফখরুল ইসলাম, সাংবাদিক বকশি ইকবাল আহমদ প্রমূখ। আলোচনায় সমবায়’র উপর আলোকপাত করেন জেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ রহিম উদ্দিন তালুকদার।