1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আদালতে বিচার কাজের ভিডিও ধারণে জরিমানা - মুক্তকথা
রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৯ পূর্বাহ্ন

আদালতে বিচার কাজের ভিডিও ধারণে জরিমানা

আদালত সংবাদদাতা
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮ পড়া হয়েছে

আদালতে বিচার কার্যক্রমের ভিডিও ধারণ করায়
একজন আটক, পরে জরিমানা দিয়ে মুক্তি

আদালতে বিনা অনুমতিতে বিচার কাজের ভিডিও ধারণ করতে গিয়ে এক যুবককে আটক করা হয়। পরে জরিমানা দিয়ে তিনি মুক্তিলাভ করন।

চমক জাগানো এ ঘটনাটি ঘটেছে গত ৩ ডিসেম্বর তারিখে। ওই দিন দুপুর ২.০০ ঘটিকার সময় মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, ২য় আদালতে একটি মামলায় মেহেদী হাসান নামীয় একজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণকালে তার ভাগিনা মামুন আহমেদ মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সময় আদালতের সহায়ক কর্মচারী বিচারক এম. মিজবাহ উর রহমানের নজরে আনলে বিজ্ঞ বিচারক নিরাপত্তার জন্য নিয়োজিত পুলিশ সদস্যকে উক্ত ব্যক্তিকে আটক করার নির্দেশ প্রদান করেন এবং আটককৃত ব্যক্তির হাতে থাকা মোবাইলে আদালতের কার্যক্রম ভিডিও করার সত্যতা প্রাপ্ত হন।

পরে আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে সে তার নাম মামুন আহমেদ, পিতা-দিলুমিয়া, মাতা-পারুল বেগম, সাং-উত্তরখলগাঁও, দক্ষিণভাগ, ডাক-করিমপুর, থানা-রাজনগর, জেলা-মৌলভীবাজার মর্মে প্রকাশ করে। আটককৃত ব্যক্তি মামুন আহমেদের উক্ত কর্মকান্ডের কারণে বিচারিক কার্যক্রমের বাধা সৃষ্টি হওয়ায় এবং বিনা অনুমতিতে আদালতের কার্যক্রম মোবাইল ফোনে ভিডিও করায় আদালতের প্রতি ইচ্ছাকৃতভাবে অশ্রদ্ধা প্রদর্শিত হয়েছে বিধায় বিজ্ঞ আদালত তাকে তার অপরাধ দণ্ডবিধির, ১৮৬০ এর ২২৮ ধারায় গণ্য করে, ১৮৯৮ এর ৪৮০ ধারানুযায়ী ২০০/- টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT