১৭ বছর পর ঐক্যবদ্ধ
উপজেলা বিএনপি’র কর্মী সমাবেশ
মৌলভীবাজারের জেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটির উদ্যোগে দীর্ঘ ১৭ বছর পর ঐক্যবদ্ধ হয়ে কমলগঞ্জ উপজেলায় বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
শনিবার (৭ডিসেম্বর) বিকেল সাড়ে ৩ টার দিকে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ খাদ্য গুদাম সড়কে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মী সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম কিবরিয়া শফি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হোসেন, পৌর বিএনপির সাবেক আহবায়ক ইকবাল পারভেজ চৌধুরী সোহেল, সাবেক জেলা বিএনপি সদস্য পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমেদ খাঁন, ইকবাল পারভেজ চৌধুরী প্রমুখ।
সমাবেশে বক্তারা অতীতের সকল ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানিয়ে বলেন, দলের দু:সময়ের ত্যাগী নেতাকর্মীদের আগামীতে মূল্যায়ন করা হবে। বক্তারা বলেন, আওয়ামী ফ্যাসিবাদী সরকারের পতনের পর দেশি বিদেশী নানা ষড়যন্ত্র চলছে। সবাইকে এব্যাপারে সজাগ থাকতে হবে।