মৌলবীবাজারে শুরু হতে যাচ্ছে
আঞ্চলিক ইজতেমা
আগামী ১২, ১৩ ও ১৪ ডিসেম্বর’২৪ইং মৌলবীবাজারে ৩দিন ব্যাপী শুরু হতে যাচ্ছে আঞ্চলিক জেলা ‘ইজতেমা’।
‘তবলীগ জামাত বাংলাদেশের মৌলবীবাজার জেলা মার্কাজ’এর উদ্যোগে আগামী বৃহস্পতি, শুক্র ও শনিবার এ ৩দিন ব্যাপী চলবে এ আঞ্চলিক জেলা ইজতেমা।
তাবলীগ জামাত, বাংলাদেশ-এর মৌলবীবাজার জেলা আমীর মোহাম্মদ আব্দুল হাই, মারকাজ মসজিদ, কাজির গাঁও সূত্রে জানা গেছে স্থানীয় পুলিশ লাইনের সন্মুখস্থ মাঠে আয়োজন করা হয়েছে ইজতেমার। গেলো বছরও এ মাঠেই অনুষ্ঠিত হয়েছিল আঞ্চলিক ইজতেমা।