‘গুড নেইবারস বাংলাদেশ’ গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও
নগদ অর্থ সহায়তা প্রদান করল
বিশ্বকে একটি ক্ষুধামুক্ত জায়গা তৈরী করে দেয়া যাতে সকল মানুষ সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতে পারে এ প্রত্যয় নিয়ে যে ‘গুড নেইবারস্’ তাদের যাত্রা শুরু করেছিল, বর্তমানে সে সংগঠনটি বাংলাদেশের ১৩টি জেলায় বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে শিশু উন্নয়ন(শিক্ষা ও স্বাস্থ্য) ও শিশু অধিকার যুব উন্নয়ন ও নারীদের আর্থসামাজিক উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং দূর্যোগ মোকাবিলায় জরুরী সাড়া প্রদান ও দূর্যোগ পরবর্তী পুনর্বাসনের কাজ সফলভাবে করে যাচ্ছে।
আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘গুড নেইবারস্ বাংলাদেশ, মৌলভীবাজার সিডিপি’ কর্তৃক বন্যাপরবর্তী পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ সামগ্রী, কৃষি সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে। বুধবার(১১ ডিসেম্বর) কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়ন এর নয়াপত্তনস্থ ‘গুড নেইবারস্ বাংলাদেশ’ কার্যালয়ে সহায়তা প্রদান অনুষ্ঠানে আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার জয়ন্ত কুমার রায়, জনস্বাস্থ্য উপসহকারী প্রকৌশলী সুজন আহম্মেদ, সিডিপি ব্যবস্থাপক বিপুল রেমা, নবাগত সিডিপি ব্যবস্থাপক শেখ জুবেল মিয়া, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব শেখ সিরাজুল ইসলাম সিরাজ, কমলগঞ্জ প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম, এম এ ওহাব উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সালাম প্রমুখ।
অনুষ্ঠানে ৮০ জনকে ৩ বান্ডিল করে ২৪০ পিস ঢেউটিন, নগদ ৫ হাজার করে ৪ লক্ষ টাকা ও ১০টি করে ৮ শত পাকা পিলার প্রদান করা হয়। এছাড়া ১২০ জনকে ল্যাট্রিন এবং ২৮০ জনকে ৩০ কেজি সার ও সবজি বীজ প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানে ১৬ জন শিক্ষার্থীকে ১০ হাজার টাকা করে ১ লক্ষ ৬০ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।
উল্লেখ্য, গুড নেইবারস্ বাংলাদেশ একটি আন্তর্জাতিক মানবিক উন্নয়ন সংস্থা, যেটি ১৯৯১ সালে কোরিয়াতে প্রতিষ্টিত হয়েছিল। বিশ্বকে একটি ক্ষুধামুক্ত জায়গা তৈরী করতে যাতে সকল মানুষ সম্প্রীতির সাথে একসাথে বসবাস করতে পারে এই প্রত্যয় নিয়ে গুড নেইবারস্ তার যাত্রা শুরু করে। বিগত ১৯৯৬ সালের ১৮ই আগস্ট এনজিও বিষয়ক ব্যুরো থেকে নিবন্ধনের মাধ্যমে বাংলাদেশ এর কার্যক্রম পরিচালনা করে আসছে।