1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আসলেই নরেন্দ্র মোদীকে কি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! - মুক্তকথা
শনিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন

আসলেই নরেন্দ্র মোদীকে কি বলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প!

বিশেষ প্রতিবেদক
  • প্রকাশকাল : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৩০ পড়া হয়েছে

[মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক নিয়ে ভারত ও বাংলাদেশের রাজনৈতিক মহলে বিতর্কের শেষ নেই। এ নিয়ে “বিডিডাইজেস্ট” প্রতিবেদক অজয় বাঙালির (ফেব্রুয়ারি ১৫, ২০২৫ ২:২০ পূর্বাহ্ন) প্রতিবেদন আমরা হুবহু এখানে পত্রস্ত করলাম। -সম্পাদক]


ভারতের কাছে ‘বাংলাদেশের দায়িত্ব ছেড়েছেন ট্রাম্প’: মার্কিন ইতিহাসবিদ অ্যান্ড্রু ক্যালি (?)


ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যৌথ সংবাদ সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে একটি প্রশ্নের বঙ্গানুবাদ নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হয়েছে। এবার এ বিতর্কে ঘি ঢাললেন উইসকনসিন মেডিসন বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের পিএইচডি গবেষক অ্যান্ড্রু ক্যালি বলেন, “He’s “leaving Bangladesh” to Modi in the sense that he’s ceding responsibility for (or interest in) the region(Bangladesh) to the leader of India.”

এটার বাংলা অনুবাদে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ আবুসালেহ সেকেন্দার বাংলা অর্থ দাঁড় করিয়েছেন, ‘মার্কিন রাষ্ট্রপতি ট্রাম্প বাংলাদেশ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই দ্বায়িত্ব নিতে বলেছেন’।

গত ১৩ ফেব্রুয়ারী ওয়াশিংটনে অনুষ্ঠিত এ যৌথ সংবাদ এক ভারতীয় সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেছিলেন, বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কী? কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশে সরকার পরিবর্তনের সঙ্গে জড়িত ছিল। এমনকি, মুহাম্মদ ইউনূসও জুনিয়র সরোসের সঙ্গে দেখা করেছিলেন। বাংলাদেশের বিষয়টি নিয়ে আপনার দৃষ্টিভঙ্গি কী?

জবাবে ট্রাম্প এ প্রশ্নের সরাসরি জবাব না দিয়ে কৌশলের আশ্রয় নিয়েছেন। ট্রাম্প বলেন, ‌‘এতে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না।’

পাশে বসা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেছেন, ‘এটি এমন একটি বিষয় যা নিয়ে প্রধানমন্ত্রী (নরেন্দ্র মোদি) দীর্ঘদিন ধরে কাজ করে আসছেন। আসলে আমি পড়েছি (ভারত) এটা নিয়ে শত শত বছর ধরে কাজ করেছে। এ বিষয়টি আমি (ভারতের) প্রধানমন্ত্রীর ওপরই ছেড়ে দেব।’

মূলত, ট্রাম্প এর মাধ্যমে এশিয়ায় আমেরিকার গুরুত্বপূর্ণ মিত্র ভারতের উপরে ছেড়ে দিয়েছেন যেন এ অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি না হয়।

এরপর ভারতের প্রধানমন্ত্রী মোদি ইউক্রেন প্রসঙ্গ টেনে প্রশ্নকর্তার প্রশ্নের (বাংলাদেশ বিষয়ে) জবাব দেন বলে মনে করেন ভূ-রাজনৈতিক বিশ্লেষক সিরাজুল হোসেন।

মোদী বলেছেন, ‘‘ভারতকে সবাই মনে করে তারা নিরপেক্ষ, কিন্তু ভারত নিরপেক্ষ নয়। ভারত শান্তির পক্ষে এবং যুদ্ধে যা হয় সেটা টেবিলেই সমাধান করা সম্ভব। এর অর্থ বাংলাদেশে কি হবে সেটা আলোচনার টেবিলেই সমাধান হবে। তবে আলোচনার টেবিলে সমাধানের জন্য স্টেট অব দ্য আর্ট F-35 স্টিলথ যে লাগে সেটা মোদি জানেন। তাই সেটা আগে কিনে তারপর আলোচনার কথা বলেছেন। এর অর্থ মোদির টেবিলেই বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হবে’’।

ট্রাম্পের ডীপস্ট্রেট প্রসঙ্গ এড়িয়ে যাওয়া প্রসঙ্গে সিরাজুল হোসেন বলেছেন, ‘‘ডিপ স্ট্রেটের বাংলাদেশের সরকার পরিবর্তনের কথা স্বীকার করলে ১৪০০ হত্যার দায় নিতে হবে। কিন্তু এটা স্বাভাবিকভাবেই তিনি নেননি’’।

বিশ্লেষকরা বলছেন, বর্তমানে কোন ডীপস্ট্রেট নেই এটা বোঝাতে চেয়েছেন এবং আমাদের ডীপস্ট্রেট বলতে রিপাবলিকান পার্টির কথা বুঝিয়েছেন। জর্জ সোরস প্রভাবিত ডেমোক্রেট ডীপস্ট্রেটের কথা বোঝাননি ট্রাম্প।

সমসাময়িক বিষয়ে ঐতিহাসিক বাস্তবতা টেনে এনে সিরাজুল হোসেন বলেন, বাংলাদেশের এই ভারত নির্ভরতা গত ১৫ বছরে ছিল না। গত ১৫ বছর কেন, বাংলাদেশের ইতিহাসেই ছিল না। শেখ মুজিব সমান অধিকার নিয়ে ইন্দিরার সাথে কথা বলতেন। ইহুদি সরোসের অনুসারী এবং যারা শয়তানের শিষ্য, সেই বিএনপি-জামাত আইএসআই-সিআইএর চরদের ক্ষমতায় বসালে ভারত নির্ভরতাই আশার আলো হয়ে দেখা দেবে। এবারেই যেন এই অপমানের শেষ হয় এবং বাংলাদেশের রাজনীতি থেকে যেন পাক-মার্কিন অনুচরেরা চীরবিদায় নেয়।

বিশ্লেষকেরা মনে করছেন, বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মোদি কোনো মন্তব্য না করলেও কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, দক্ষিণ এশিয়ায় রাজনৈতিক স্থিতিশীলতা এবং যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্কের প্রেক্ষাপটে বাংলাদেশ গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয় হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT