সিলেট বিভাগে জালালাবাদ প্রদেশ বাস্তবায়নের দাবীতে মৌলভীবাজারে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধনের আয়োজন করে জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন পরিষদ,মৌলভীবাজার জেলা।
বক্তারা বলেন, সংখ্যা গরিষ্ট বাংলাদেশে উন্নয়নের কথা চিন্তা করে বিভাগীয়ভাবে প্রদেশ ঘোষনা করতে হবে। সিলেট বিভাগ জালালাবাদ প্রদেশ বাস্তবায়ন করতে হবে।
মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুহিতুর রহমান হেলাল ও জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক তাজুদ চৌধুরীর উপর গতকাল রাতে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি (একাংশ)।
![]() |
শনিবার আদালত সড়ক থেকে মিছিলটি বের হয়ে এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল পরবর্তী প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপির অন্যতম সদস্য মোশাররফ হোসেন বাদশার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, জেলা বিএনপির সদস্য আব্দুল মতিন বক্স, মাহমুদুর রহমান, মাহবুব ইজদানী ইমরান, আবুল কালাম বেলাল, স্বাগত কিশোর দাশ চৌধুরী, সেলিম মোহাম্মদ সালাউদ্দিন, আনিছুজ্জামান বায়েছ, আব্দুল হক, জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব আহমেদ আহাদ, জেলা কৃষকদলের সদস্য সচিব মোনাহিম কবির, এম এ নিশাত, জেলা ছাত্রদলের সভাপতি রুবেল আহমেদ, সদর উপজেলা বিএনপির সদস্য ওয়াহিদুজ্জামান জুনেদ প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমুলক শাস্তির ব্যবস্থা গ্রহণের জন্য মৌলভীবাজার পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান। অন্যতায় আগামীতে আরোও কঠিন কর্মসূচী গ্রহণ করা হবে বলে হুশিয়ারি দেন।
উল্যেখ্য, শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে শহরের এম সাইফুর রহমান সড়কের ওয়েস্টার্ন প্লাজার সম্মুখে হোন্ডা নিয়ে যাতায়াতের সময় বিএনপি নেতার উপর একদল দুর্বৃত্ত অতর্কিত হামলা চালায়। অপর নেতার উপর একই কায়দায় পশ্চিমবাজারে হামলা চালানো হয়।