![]() |
আজ ২০ মে ‘মুল্লুক চলো’ আন্দোলনের ১০৪তম বার্ষিকী। বাংলাদেশে চা শ্রমিকদের রক্তস্নাত এই দিনকে ‘চা শ্রমিক দিবস’ হিসেবে চা শ্রমিকরা পালন করে আসছে। ঐতিহাসিক চা শ্রমিক দিবসে বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের উদ্যোগে সকাল ৯টায় মৌলভী চা বাগান প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অস্থায়ী শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি প্রদান, চা শ্রমিক সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সভাপতিত্ব করেন মৌলভী চা বাগান পঞ্চায়েত কমিটির সভাপতি জ্ঞান উড়াং এবং সঞ্চালনা করেন চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিরণ শুক্ল বৈদ্য। বক্তব্য রাখেন চা শ্রমিক ফেডারেশনের উপদেষ্টা শ্রমিক নেতা অ্যাডভোকেট আবুল হাসান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ, চা শ্রমিক দ্বীপচান, রনি প্রমুখ নেতৃবৃন্দ।
![]() |
সমাবেশে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৬০০ টাকা নির্ধারণ, ভূমি, শিক্ষা, স্বাস্থ্য অধিকারসহ মর্যাদাপূর্ণ জীবন প্রতিষ্ঠার লক্ষ্যে ৭দফা দাবি আদায়ের সংগ্রামকে শক্তিশালী করার এবং আগামী ২৫ মে শ্রীমঙ্গলে জেলা পরিষদ অডিটোরিয়ামে চা শ্রমিক কনভেনশন সফল করার আহ্বান রাখেন নেতৃবৃন্দ।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে মৌলভীবাজার, সিলেট ও হবিগঞ্জ জেলার বিভিন্ন বাগানে চা শ্রমিক দিবসের কর্মসূচি পালন করা হয়। [সংবাদ বিজ্ঞপ্তি]