1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান - মুক্তকথা
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৫ পূর্বাহ্ন

হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান

মৌলবীবাজার সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৯৩ পড়া হয়েছে

২ জেলের ১ মাস করে জেল
৭০ লাখ টাকার জাল ধ্বংস করা হয়েছে(?)


দেশের বৃহত্তম হাওর মৌলভীবাজারের হাকালুকি, কাউয়াদিঘী ও হাইল হাওরে অভিযান চালিয়েছে জেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়। সম্প্রতি কয়েকদিনের ধারাবাহিক অভিযানে তিনটি হাওরে অবৈধভাবে জাল ফেলে পোনা মাছ আহরণ করার দায়ে প্রায় ৭০ লাখ টাকার বিভিন্ন জাল ধ্বংস করেছে প্রশাসন। যদিও জাল ধ্বংসের কোন ছবি দেখাতে পারেননি। কে জানে, জব্দকরা ওই জাল আবার জেলেদের কাছে চোরাইপথে বিক্রি করা হয়েছে কি-না!

মৌলভীবাজার জেলা মৎস্য অফিস জানায়, ১ থেকে সোয়া কিলোমিটার দৈর্ঘ্য ভেট জাল ও ১ লাখ ৭ হাজার মিটার দৈর্ঘ্য অবৈধ কারেন্ট জাল জেলেদের হাত থেকে উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৮ জেলেকে ১৮ হাজার টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি আরও দুই ছেলেকে এক মাস করে জেল দেন ভ্রাম্যমান আদালত। পরে সব জাল একত্রিত করে প্রকাশ্যে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়(?)।

ছবির ভেতরের ছবিতে জাল দিয়ে হাওরে মাছ ধরার দৃশ্য। ছবি: মুক্তকথা

 

মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আরিফ হোসেন শুক্রবারে এ প্রতিবেদককে জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই তিনটি হাওরে আমরা অভিযান চালাই। অভিযানে অবৈধ ২৩টি ভেট জাল পেয়েছি। প্রতিটির দৈর্ঘ্য এক থেকে সোয়া কিলোমিটার। এছাড়াও এক লাখ ৭ হাজার মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়। তিনি বলেন, মৎস্য উৎপাদনের স্বার্থে এরকম অভিযান অব্যাহত থাকবে।

বিশেষকারণে উল্লেখযোগ্য যে, জাল ধ্বংস করার কোন নমুনা বিশেষকরে কোন ছবি দেন নাই ওই মৎস্য কর্মকর্তা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT