1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বিদ্যুৎ লেগে যুবকের মৃ্ত্যু এবং রেলটিকিট কালোবাজারীদমন অভিযান - মুক্তকথা
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫, ০৯:৫১ অপরাহ্ন

বিদ্যুৎ লেগে যুবকের মৃ্ত্যু এবং রেলটিকিট কালোবাজারীদমন অভিযান

কমলগঞ্জ ও শ্রীমঙ্গল(মৌলভীবাজার) সংবাদদাতা।
  • প্রকাশকাল : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৪ পড়া হয়েছে

পাশের বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে
বিদ্যুৎপৃষ্ট হয়ে যুবকের মৃত্যু


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে পার্শ্ববর্তী বাড়ির নারিকেল গাছ পরিস্কার করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকার (২৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ছেলের মৃত্যুর সংবাদে বাবা হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। সোমবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুর গ্রামে এঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা যায়, লক্ষ্মীপুর গ্রামের পার্শ্ববর্তী বাড়িতে নারিকেল গাছ পরিস্কার করতে যান শ্রীবাস মালাকার। এসময় গাছের ডালের সাথে বিদ্যুৎ লাইন সম্পৃক্ত থাকায় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রীবাস মালাকারের মৃত্যু হয়। ছেলের মৃত্যুর সংবাদ শুনে বাবা আনসার ভিডিপি কমান্ডার নিখিল মালাকার হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেয়ার পর চিকিৎসা প্রদান করা হয়। নিহত শ্রীবাস মালাকার ভানুগাছ বাজারের ডাচবাংলা ব্যাংকের নৈশ প্রহরী। ঘটনার খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

স্থানীয় ইউপি সদস্য জাকির আহমেদ সত্যতা নিশ্চিত বলেন, পাশের বাড়ির নারিকেল গাছে উঠার পর বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা যায়। এই সংবাদে তার বাবাও অজ্ঞান হলে হাসপাতালে নেয়ার পর জ্ঞান ফিরেছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মো. মাহফুজুল কবির বলেন, লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে নিহতের পরিবার ময়না তদন্ত ছাড়া লাশ নিয়ে দাহ করার জন্য মৌলভীবাজার জেলা প্রশাসকের কাছে আবেদন জানিয়েছে।

 


রেলে টিকিটবিহীন যাত্রা ও কালোবাজারি দমন অভিযান


 

‘এনআইডি যার, টিকিট তার’ নীতির আওতায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে যাত্রীদের টিকিট ও জাতীয় পরিচয়পত্র যাচাই করা হয়।

রেলওয়ে যাত্রীসেবা স্বচ্ছ ও নিরাপদ রাখতে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টিকিটবিহীন যাত্রা ও টিকিট কালোবাজারি রোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিরতিকালে অভিযান পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটি) তানজিরুজ্জামান ও সঞ্জয় কুমার হাওলাদার এর নেতৃত্বে পরিচালিত অভিযান চলাকালে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার, স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন, রেলওয়ে পুলিশ ও আরএনবি সদস্যরা।

স্টেশন মাস্টার মো. সাখাওয়াত হোসেন বলেন, স্টেশনে প্রবেশের সময় ও ট্রেনে উঠার পর যাত্রীদের টিকিট ও এনআইডি যাচাই করা হচ্ছে। এতে যাত্রীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে।

ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক সঞ্জয় কুমার হাওলাদার জানান, অভিযান চলাকালে তিনজন যাত্রীর টিকিটের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের তথ্য না মেলায় মোট ২ হাজার ২৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

তিনি আরও বলেন, টিকেট কালোবাজারি ও অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হবে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT