মৌলভীবাজার দফতর: বৃহস্পতিবার, ১৫ই কার্তিক ১৪২৩: ১০ই নভেম্বর ২০১৬।। মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে অস্ত্রসহ দুজনকে আটক করেছে রেব-৯ শ্রীমঙ্গল ক্যাম্প। বৃহস্পতিবার দুপুরে অত্র ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে এএসপি মাঈন উদ্দিন চৌধুরী এর নেতৃত্বে ও এএসপি মোহাম্মদ খোরশেদ আলম সহ অভিযান পরিচালনা করেন। এসময় কমলগঞ্জ উপজেলার শহীদনগর বাজারস্থ ‘ভাই ভাই ভেরাইটিজ স্টোর এন্ড কম্পিউটারস’ দোকানের সামনে থেকে একটি চায়না তৈরী রিভলবার, ছয় রাউন্ড গুলি, ও একটি শর্টগান, ২ রাউন্ড গুলি এবং একটি সিএনজি মৌলভীবাজার-থ-১২-২১৫২ সহ দুইজন কে আটক করে। আটককৃতরা হলো-রাজনগর উপজেলার তারাপাশা গ্রামের শওকত মিয়ার পুত্র মোঃ জুনেদ মিয়া (২৮) ও একই উপজেলার মশাজান গ্রামের আব্দুল মছব্বির এর পুত্র সোয়েব আহমেদ রাজু (২২) । ধৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় অবৈধ অস্ত্র কেনা বেচার সাথে জড়িত আছে বলে স্বীকার করে।
মোঃ জুনায়েদ মিয়া জুনেদ(২৮) এর বিরুদ্ধে রাজনগর থানার মামলা নং-০২ তাং ০৩-০৮-২০১৬ ইং ধারা-৪৪৭/৩৪১/৩২৩/৩০৭/৩৭৯/৫০৬(২) (জিআর-১২৩/১৬) এবং জিআর-৫২/০৫ বিজ্ঞ আদালতে বিচারাধীন। গ্রেফতারকৃত আসামী ও উদ্ধারকৃত আলামত কমলগঞ্জ থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন আছে বলে রেব সাংবাদিকদের বৃহস্পতিবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে।