মৌলভীবাজার অফিস: সোমবার, ৫ই অগ্রহায়ণ ১৪২৩।। মায়ানমারে সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলিম গনহত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মৌলভীবাজার শহর শাখা শিবির। সোমবার দুপুরে শহরের কুসুমবাগ পয়েন্ট থেকে পশ্চিম বাজার পয়েন্ট পর্যন্ত বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। মিছিল পরর্বতী সমাবেশে বক্তব্যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার শহর সভাপতি মুর্শেদ আহমদ চৌধুরী বলেন, গত কয়েক দিন ধরে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপরে যে বর্বরতা চলছে তা ইতিহাসের সবচেয়ে নিকৃষ্টতম মানবাধিকার লংঘন। সেখানে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। পুড়িয়ে দেয়া হয়েছে হাজার হাজার বাড়ীঘর। এছাড়াও সাগরে ভাসছে শতশত নারী পুরুষ রোহিঙ্গা মুসলিম। তিনি বাংলাদেশ সরকারকে অনুরোধ করে বলেন,মায়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জন্য সিমান্ত খুলে দিতে। যাতে তারা তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে।
বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সভাপতি আব্দুল্লাহ আল মাহফুজ সুমন, শহর সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুনসহ স্থানীয় শিবির নেতাকর্মীরা।