মুক্তকথা: শনিবার, ১০ই অগ্রহায়ণ ১৪২৩।। ২৩ নভেম্বরের “গার্ডিয়ান” পত্রিকা, রয়টারের এ ছবিটি “আজকের দিনের প্রত্যক্ষদর্শীর ছবি” শিরোণামে ছেপেছে। এ শিরোণাম দিয়ে “দৈনিক গার্ডিয়ান” প্রত্যেকদিনই প্রত্যক্ষদর্শীর ছবি ছাপিয়ে থাকে। এটি “গার্ডিয়ান”এর একটি নিজস্ব উদ্ভাবনা। এর মাধ্যমে একদিকে যেমন পেশাদার স্থিরচিত্র শিল্পীগন তাদের সৃষ্টিধর্মী কাজ প্রকাশের সুযোগ পান অন্যদিকে চিত্রের মাধ্যমে সত্যনিষ্ঠ সংবাদ দেখায় উদ্বিগ্ন পাঠককুলের দর্শন পিপাসু মনে একটু হলেও তৃপ্তি আনে। গার্ডিয়ানের গত ২৩শে নভেম্বরের চিত্রটি ভারত অধিকৃত কাশ্মীরের উপর। চিত্রে অগ্নিপ্রজ্জ্বলিত কাশ্মীরের একটি বাড়ী, তারই কাছে ওই বাড়ীর মালিক ক্রন্দনরত জনৈক মহিলাকে শান্তনা দিচ্ছেন তারই এক উদ্বেগাকুল প্রতিবেশী।