মৌলভীবাজার অফিস: শুক্রবার, ১৬ই অগ্রহায়ণ ১৪২৩।। জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারে মনোনয়নপত্র জমা দিয়েছেন চেয়ারম্যান পদে ৬ জন ও সদস্য পদে ৯২ জন ও সংরক্ষিত মহিলা সদস্য পদে ২৩ জন প্রাথী। জেলা রিটার্নিং অফিসার ও সহকারি রিটার্নিং অফিসারের কাছে এই মনোনয়ন পত্র জমা দেয়া হয়। মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন গত বৃহস্পতিবার চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিলকারী প্রার্থীরা হচ্ছেন আওয়ামীলীগ সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান জেলা প্রশাসক বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও সাবেক এমপি এম এম শাহীন, সাংবাদিক বকসী ইকবাল আহমদ, জেলা আওয়ামীলীগের সদস্য মোহাম্মদ আব্দুর রহিম শহীদ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহাব উদ্দিন এবং সম্মিলিত নাগরীক সমাজের সুহেল আহমদ।
জেলা নির্বাচন কর্মকর্তাও সহকারি রিটার্নিং অফিসার কাজী মো: ইস্তাফিজুল হক আকন্দ এই তথ্য নিশ্চিত করেছেন। মৌলভীবাজার নির্বাচন অফিস সূত্রে জানা গেছে জেলা পরিষদ নির্বাচনে মৌলভীবাজারের ৭টি উপজেলার, ৫টি পৌরসভা ও ৬৭টি ইউনিয়নকে নিয়ে মোট ১৫টি ওয়ার্ডে বিভক্ত করা হয়েছে। ভোটার সংখ্যা ৯৫৬জন। জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে আগামী ৪ ডিসেম্বর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে । প্রার্থীতা প্রত্যাহার ১১ ডিসেম্বর ও প্রতিক বরাদ্ধ দেয়া হবে ১২ ডিসেম্বর।