মৌলভীবাজার অফিস: মঙ্গলবার, ২৭শে অগ্রহায়ণ ১৪২৩।। মহান বিজয় দিবস ও মৌলভীবাজার মুক্ত দিবস পালন উপলক্ষ্যে অরুনোদয় সাহিত্য সংগঠনের উদ্যোগে গত সোমবার রাতে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির ড.সৈয়দ মুজতবা আলী মিলনায়তনে শিশুদের সাথে স্থানীয় মুক্তিযোদ্ধাদের কয়েকজনকে নিয়ে মুক্তিযুদ্ধের গল্পবলার এক ব্যতিক্রমী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অরুনোদয় সাহিত্য সংগঠনের পাঠাগার ভিত্তিক কার্য্যক্রমের আওতায় “মুক্তিযুদ্ধের গল্পবলা সজ্জন সঙ্গ” নামে এ আয়োজন করা হয়।
কল্লোল দাশের এর সভাপতিত্বে এবং শিক্ষক মাধুরী মজুমদারের পরিচালনায় শিশুদের সাথে ‘মুক্তিযুদ্ধের গল্পবলা সজ্জন সঙ্গ’ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অতিথি ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক ও বিশিষ্ঠ মুক্তিযোদ্ধা দেওয়ার আবুল খয়ের চৌধুরী ও মোস্তফা মিয়া। বিশিষ্ট ছড়াকার ও সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব। শিমুল ভট্রাচার্য্য, ছাত্র সুমা আক্তার, সূবর্ণা আক্তার প্রমুখ। তিন ঘন্টাব্যাপী মুক্তিযদ্ধের গল্পবলা সজ্জন সঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বই আড্ডায় গান, আবৃত্তি ও কৌতুক পরিবেশন করে শিশু শিল্পীরা।