1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৪০ পূর্বাহ্ন

মৌলভীবাজারে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন

সংবাদদাতা
  • প্রকাশকাল : বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬
  • ৫৫১ পড়া হয়েছে

আমার কিছু বলার নাই, এখানে আমার কোন মন্তব্য দেবোনাঃ  প্রিজাইডিং

মৌলভীবাজার অফিস: বুধবার, ১২ পৌষ ১৪২৩।। বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মৌলভীবাজারের ১৫টি কেন্দ্রে ইলেকট্ররাল কলেজ পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন হয়েছে। সকাল থেকে শুরু করে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সরেজমিনে সদর উপজেলার  কনকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে দেখা যায়, দুপুর সোয়া ১২টায় ওই কেন্দ্রের ১০ নং ওয়ার্ডে মোট ৬৫টি ভোটের মধ্যে ৪৪টি ভোট গ্রহন করা হয়েছে। ২ নং মনুমূখ ইউপির ৬নং ওয়ার্ড সদস্য আব্দুর রহমান বলেন প্রথম বারের মত জেলা পরিষদ নির্বাচনে ভোট দেয়ায় খুবই ভাল লাগলো। ওই কেন্দ্রের আরেক ভোটার মৌলভীবাজার পৌরসভার ৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নাহিদ হোসেন বলেন, এই নির্বাচন গতানুগতিক পদ্ধতি বলে মনে হয়েছে। ওই কেন্দ্রে আমি সর্বপ্রথম ভোট দিয়েছি। আমরা যেভাবে নির্বাচিত হয়েছি একইভাবে আমরাও ভোট দিয়েছি। এ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন, সাধারণ সদস্য পদে ৮৬ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। ৯নং ওয়ার্ডের ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে গিয়ে প্রিজাইডিং অফিসার সুব্রত কান্তি দত্তের সাথে সাথে আলাপচারিতা হয়। তিনি বলেন,এই কেন্দ্রে ৬৫টি ভোটের মধ্যে সবগুলো ভোট দুপুর ১২টায় কাষ্টিং হয়েছে। এখানে ১৫জন নারী ভোটার বাদে অবশিষ্ট ভোটার পুরুষদের। ওই কেন্দ্রে কিভাবে ভোট গ্রহন হয়েছে জানতে চাইলে প্রিজাইডিং অফিসার বলেন, আমার কিছু বলার নাই, এখানে আমার কোন মন্তব্য দেবোনা। জেলা প্রিজাইডিং অফিসার সব বলবেন। এছাড়াও জেলার প্রত্যেকটি ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।

মৌলভীবাজারে নির্বাচনে সাধারণ সদস্য ১৫ পদের বিপরীতে ৮৬জন ও সংরক্ষিত সাধারণ সদস্য (মহিলা) ৫ পদের বিপরীতে ২২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। মোট ৯৫৬জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন। মৌলভীবাজার জেলার ১৫টি কেন্দ্র হলো, ইসলামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার, হিলালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার, কনকপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মৌলভীবাজার, চন্দ্রনাথ সরকারী প্রাথমিক বিদ্যালয়, পিসি উচ্চ বিদ্যালয় বড়লেখা, পাথারিয়া ছোট টিলা মডেল উচ্চ বিদ্যালয় বড়লেখা, তালিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় বড়লেখা।

হরিরামপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় জুড়ী, বরমচাল সরকারী প্রাথমিক বিদ্যালয় কুলাউড়া, নবীনচন্দ্র উচ্চ বিদ্যালয় কুলাউড়া, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় কুলাউড়া, রাজনগর ডিগ্রী কলেজ রাজনগর, কাকিয়াবাজার চা বাগান শ্রীমঙ্গল, কমলগঞ্জ বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় কমলগঞ্জ, এএটিএম বহুমূখী মডেল উচ্চ বিদ্যালয় শমসেরনগর কমলগঞ্জ।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT