1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
মৌলভীবাজারের জনজীবন- মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১০:৫০ পূর্বাহ্ন

মৌলভীবাজারের জনজীবন-

সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০১৭
  • ২৬৯ পড়া হয়েছে

বড়লেখার সাল তামামী

খলিলুর রহমান।। মৌলভীবাজার অফিস: মঙ্গলবার, ১৮ই পৌষ ১৪২৩।। বড়লেখায় আলোচিত যত ঘটনা
সদ্য বিদায়ী ২০১৬ সালে সংঘটিত নানা অপরাধের ঘটনায় বেশ আলোচনা-সমালোচনায় ছিল মৌলভীবাজার জেলার উত্তর প্রান্তিক জনপদ বড়লেখা উপজেলা। এর মধ্যে প্যানেল চেয়ারম্যান আলম হত্যাসহ দেড়মাসে ছয় খুনের ঘটনায় উপজেলা জুড়ে তোলপাড় হয়েছিল। যদিও এ হত্যা গুলোর রেশ এখনও কাটেনি। পূর্বশত্রুতার জেরেই মূলত এসব হত্যাকান্ড সংঘটিত হয়েছিল। ঘটেছে পরকীয়া ও ধর্ষণের পরে হত্যার মতো লোমহর্ষক ঘটনা। উদ্ধার হয়েছিল কয়েকটি লাশও। নৃসংশভাবে কুপানো হয়েছিল সাত বছরের এক শিশুকে। এসব ঘটনা সাধারণ মানুষের মনে এখনও নাড়া দেয়।

এয়ারটেল টাওয়ারে আগুন
মৌলভীবাজারে ভূমিকম্প অনুভূত

মৌলভীবাজার অফিস: মৌলভীবাজারে মঙ্গলবার বিকেল ৩টা ৯মিনিটে বড় ধরনের এক ভুমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের স্থায়িত্ব প্রায় ৩০ সেকেন্ড ছিল। এসময় শহরের ব্যবসায়ীরা দোকান-পাট, বাসা-বাড়ি থেকে রাস্থায় চলে আসে। এসময় শহরে প্রায় ১০ মিনিট যান চলাচল বন্ধ ছিল। অপরদিকে ভুমিকম্পের সময় পশ্চিমবাজারের এয়ারটেল মোবাইল কোম্পানীর টাওয়ারে আগুন লেগে যায়। মৌলভীবাজার ফায়ার সার্ভিসের ফায়ারম্যান ফাহিম আহমদ বলেন, ভুমিকম্পের সময়ে এয়ারটেল কোম্পানীর টাওয়ারে আগুন লেগে ক্ষতিগ্রস্থ হয়। এদিকে ভূমিকম্পের কারণে মৌলভীবাজার শহরে ২ থেকে ৩ ঘন্টা বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল।

ট্রাক খাদে পড়ে দুইজন নিহত
মৌলভীবাজারের জুড়ি উপজেলায় ট্রাক খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুজন। সোমবার আনুমানিক রাত ৯টায় কুলাউড়া-জুড়ী সড়কের ভুয়াইবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- জুড়ী উপজেলার মনতৈল গ্রামের মৃত বারিক মিয়ার ছেলে ট্রাকচালক সাজিদ আলী (৩০) ও একই গ্রামের ইউনুছ মিয়ার ছেলে ট্রাক শ্রমিক হারুন মিয়া (৩২)। স্থানীয়রা জানান, ওই রাতে জুড়ীর বাজি টিলা থেকে মাটি ভর্তি ট্রাক নিয়ে ভুয়াই বাজার যাচ্ছিল তারা। এসময় নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনার শিকার হন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষনিক আহতদের নাম জানা যায়নি। জুড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) শামসুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দেড়মাসে প্যানেল চেয়ারম্যানসহ ছয় খুন:
২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে প্রকাশ্যে দিবালোকে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান ও আইনজীবী সহকারী আবুল হোসেন আলমকে (৩৮) দা দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে কাজল আহমদ (৪৭) নামে স্থানীয় এক সন্ত্রাসী। এই ঘটনায় আবুল হোসেন আলমের বাবা খলিলুর রহমান রাতে কাজল মিয়াকে ১ নম্বর আসামি করে ও আরো চার-পাঁচজনকে জনকে অজ্ঞাতনামা রেখে বড়লেখা থানায় একটি হত্যা মামলা করেন।
২১ অক্টোবর রাতের আঁধারে উপজেলার তালিমপুর ইউনিয়নের বড় ময়দান গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে আছান উদ্দিন (৩৫) নামের এক বিল পাহারাদারকে কুপিয়ে খুন করে অজ্ঞাত দুর্বৃত্তরা।
১৪ অক্টোবর উপজেলার সদর ইউনিয়নের কেছরিগুল গ্রামে জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে আপন ভাতিজার ছুরিকাঘাতে আসুক আহমদ (৩৬) নির্মমভাবে খুন হন।
৬ অক্টোবর  সকাল ১০টার দিকে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের পশ্চিম গুলুয়া গ্রামের মৃত ললিত মোহন দাসের স্ত্রী মায়া রানী দাসকে (৫৫) নিজ গৃহে ঢুকে কাচি দিয়ে কুপিয়ে খুন করে নিপেশ দাস সুনাই (২৫) নামের এক যুবক।
১৩ সেপ্টেম্বর উপজেলার চান্দগ্রামের নিজ বাড়িতে ঈদের দিবাগত রাতে বাংলাদেশী বংশোদ্ভুত বৃটিশ নাগরিক ফাতির আলীর স্ত্রী প্রবাসী মায়ারুন নেছা (৬৬) পুত্রবধূর পরকীয়ার জেরে খুন হন। স্বামীর অবর্তমানে গৃহবধূ ফাহিমা জনৈক এক ব্যক্তির সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার রাতে শ্বাশুড়ি বিষয়টি টের পাওয়ায় তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়।
একইদিন ১৩ সেপ্টেম্বর উপজেলার চান্দেরগুল গ্রামের আব্দুল মতিনের বাড়িতে কোরবানির মাংস বন্টণ নিয়ে প্রতিপক্ষের দায়ের কোপে কুতুব আলী নামের এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনার পর পরই এলাকাবাসী হত্যাকারী আব্দুল জলিলকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ডিমাইয়ে সাত বছরের শিশুকে কুপিয়ে জখম:
গত ১৮ ডিসেম্বর বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামে নাফিয়ান আহমদ নামে ৭ বছরের এক শিশুকে দা দিয়ে নৃসংশভাবে কুপিয়ে জখম করেছে তারই চাচাতো ভাই কাওছার আহমদ (২২)। নাফিয়ান বড়লেখা সদর ইউপির ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের ছেলে। জানা গেছে, ডিমাই গ্রামের বাসিন্দা শুক্কুর আলমের সঙ্গে দীর্ঘদিন ধরে আপন বড় ভাই আব্দুল খালিকের জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে নাফিয়ানকে একা পেয়ে চাচাতো ভাই কাওছার দা দিয়ে মাথায় উপুর্যপুরি কোপাতে থাকে।
দুই গৃহবধূর লাশ উদ্ধার :
০৯ নভেম্বর উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির শ্রীধরপুর গ্রামের সুরতুন বেগম (৪১) নামে চার সন্তানের এক জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এছাড়া ০৩ নভেম্বর রুমী বেগম (২২) নামের এক গৃহবধূর গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
শিশুসহ তিনজনকে ধর্ষণ : 
২৮ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর চা-বাগানে আট বছরের এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগে জাহাঙ্গীর মিয়া (২০) নামে এক তরুণকে পুলিশ  গ্রেপ্তার করেছে।
একই দিনে উপজেলার কেছরিগুলের দোকানটিলা এলাকায় বিদেশ পাঠানোর নামে এক তরুণীকে (১৯) ধর্ষণ করেছে দুই দালাল। এ ঘটনায় বৃহস্পতিবার পুলিশ ধর্ষক জামাল উদ্দিনকে গ্রেপ্তার করেছে।
তাছাড়া ১৭ জুলাই গভীর রাতে উপজেলার উত্তর শাহবাজপুরে কুমারসাইল গ্রামের কিশোরীকে (১৬) বিয়ের প্রলোভনে ঘর থেকে বের করে হুঙ্গালটিলা এলাকায় জোরপূর্বক ধর্ষণ করে প্রেমিক আমির উদ্দিন। এ সময় সহযোগী নিজাম উদ্দিনও তাকে ধর্ষণ করে। পরে আহত অবস্থায় পাশের বেরেঙ্গা চা-বাগানের ব্যবস্থাপকের বাংলোর কাছে তাকে ফেলে যায়। সেখান থেকে রুমাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ২৪ জুলাই সে মারা যায়।

বড়লেখায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

খলিলুর রহমান।। মঙ্গলবার, ১৮ই পৌষ ১৪২৩।।  মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ‘ইসলাম ও আধুনিকতার’ সমন্বয়ে গঠিত স্বনামধন্য শিশু বিদ্যানিকেতন শিশুশিক্ষা একাডেমির আয়োজনে এবারের জেএসসি ও পিএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়েছে। আজ সকাল ১১টায় একাডেমির হলরুমে আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হারুন-উর-রশীদ। প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ফখরুল ইসলামের সভাপতিত্বে ও পরিচালনা পরিষদের সেক্রেটারী খিজির আহমদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সহকারী শিক্ষক জান্নাতুল ইসলাম নুরী, সালমান আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক এমাদুল ইসলাম, সভাপতি খলিলুর রহমান, সাংবাদিক সুলতান আহমদ খলিল, প্রফেসর তারেক আহমদ, অভিভাবক হোসনা বেগম। এসময় প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক আব্দুল হক, শামীমা ইসলাম, রেহানা সুলতানা, রিমা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সংবর্ধনা স্মারক তুলে দেন অতিথিবৃন্দরা।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT