কুইবেক: কানাডার কুইবেক শহরে “কুইবেক ইসলামী কালচারেল সেন্টারে” তিন অজ্ঞাতপরিচয় বন্দুকধারী গেল রোববার রাতে বেপরোয়া গুলি চালায় প্রার্থনারত মানুষদের উপর। তাদের অতর্কিত আক্রমনে অন্তত ৬ জন নিহত হয়েছেন। আহত বেশ কয়েকজন। খবর দিয়েছে বিবিসি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, স্থানীয় সময় অনুযায়ী রবিবার রাত আটটা নাগাদ নামাজ চলাকালীন অতর্কিতে তিন বন্দুকধারী গুলি চালাতে শুরু করে। সেই সময় ওই ধর্মস্থানে অন্তত ৫০ জন ছিলেন। হামলার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। দু জন বন্দুকওয়ালাকে গ্রেফতার করা হয়েছে। ওই এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
ওই ধর্মস্থানের সঙ্গে যুক্ত ব্যক্তিদের দাবি, জাতিবিদ্বেষের কারণেই এই হামলা। গত বছরের জুন মাসে ওই ধর্মস্থান অপবিত্র করা হয়েছিল। এবার সেখানে হামলা চালানো হল। মৃতের মধ্যে ৩৫ বছর বয়স থেকে ৭০ বছর বয়সীও রয়েছেন।
পুলিশ জানিয়েছে, এই ঘটনাকে সন্ত্রাসবাদী হামলা হিসেবেই গণ্য করা হচ্ছে।
কানাডার প্রধান মন্ত্রী ফিলিপ্পে কৌলার্ড ও তার সরকার এই হামলার নিন্দা করেছেন। তিনি বলেছেন এ ধরনের কোন সন্ত্রাসীর জাগা নেই কেনাডার সমাজে।