মো. ফরহাদ হোসেন।। রাজনগর, বৃহস্পতিবার ১৮ই ফাল্গুন ১৪২৩।। মৌলভীবাজারের রাজনগরে আর্তমানবতার সেবায় কাজ করছে ‘হৃদয়ে রাজনগর হোয়াটসঅ্যাপ গ্রুপ’ নামের একটি সামাজিক সংগঠন। বৃহস্পতিবার (২ মার্চ) বিকালে রাজনগর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এ গ্রুপের সদস্যরা মতবিনিময় করেন। এসময় সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সদস্যবৃদ্ধি এবং উপজেলার বিভিন্ন ইউনিয়নে কন্যাদায়গ্রস্ত, অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের নিয়ে সাহায্যের লক্ষ্যে এ গ্রুপের প্রতিষ্ঠা বলে জানান মতবিনিময় সভায় হৃদয়ে রাজনগর হোয়াটসঅ্যাপ গ্রুপের এডমিন যুক্তরাজ্য প্রবাসী জুনেদ আহমদ শিপু, প্রতিনিধি আহমদউর রহমান ইমরান ইউপি প্রতিনিধি আক্তার হোসেন, ছালিক আহমেদ, টিপু আহমেদ, খালেদ আহমদ, শামছুল ইসলাম, মুনিম আহমদ। রাজনগর প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি আউয়াল কালাম বেগ, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ আব্দুর রহমান সোহেল, সদস্য ফরহাদ হোসেন, কামরুল আহমদ প্রমুখ।
গ্রুপের সদস্যরা তাদের বক্তব্যে সংগঠনের কার্যক্রম তুলে ধরে বলেন, আমরা ৩টি লক্ষ্যে কাজ করে যাচ্ছি। গতবছরের ২ এপ্রিল এ গ্রুপর পতিষ্ঠার পর থেকে কন্যাদায়গ্রস্ত, অর্থাভাবে চিকিৎসা বঞ্চিত ও গরীব মেধাবী শিক্ষার্থীদের প্রায় দুই লাখ টাকা সদস্যরা অনুদান দেন। সদস্যরা তাদের কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।