“বিডি২৪লাইভ.কম” এর ১১জন জঙ্গি আটকের খবরটি ছবিসহ সম্পূর্ণ অসত্য ও বানোয়াট বলে আমাদের এক সুহৃদ টেলিফোন করে জানিয়েছেন। “বিডি২৪লাইভ.কম” তাদের অনলাইনে, সিটিটিসির এডিসি মো. সাইফুল ইসলামের বরাত দিয়ে “মৌলভীবাজারের ফতেহপুর জঙ্গি আস্তানা থেকে ১১ জন জঙ্গিকে আটক করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) বলে এ ভূয়া খবরটি প্রচার করেছিল। ভিত্তিহীন এ খবরটি পুনঃপ্রচারের জন্য আমরা গভীর দুঃখ প্রকাশ করছি।
এই খবরটি সঠিক নয় বলে ইংল্যান্ড এর একটি শহর থেকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের জানিয়েছেন যে তিনি নিজে ফতেহপুরের জনাব কামরুজ্জামান কনর মিয়ার সাথে টেলিফোনে যোগাযোগ করেছিলেন। ফতেহপুরের উক্ত কনর মিয়া যার চাচার বাড়ীতে পুলিশ ও সোয়াত টিমের সদস্যগন অবস্থান নিয়েছিলেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত ফতেহপুরের সেই জঙ্গিদের অবস্থান নেয়া বাড়ীতে পুলিশ বা সোয়াত টিমের কেউ প্রবেশ করেনি বলে কনর মিয়া নিশ্চিত করে আমাদের ওই সূত্রকে জানিয়েছেন।
এদিকে বাড়ীর মালিক লন্ডন পোর্টস মাউথের সাইফুল ইসলাম মৌলভীবাজার পুলিশের সাথে যোগাযোগ রাখছেন বলেও কনর মিয়া ওই সূত্রকে আরো জানিয়েছেন।