1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় ২৬৩৮ জন উত্তীর্ণ-৫৬ জনের জিপিএ-৫ অর্জন - মুক্তকথা
বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ অপরাহ্ন

কুলাউড়ায় এসএসসি পরীক্ষায় ২৬৩৮ জন উত্তীর্ণ-৫৬ জনের জিপিএ-৫ অর্জন

সংবাদদাতা
  • প্রকাশকাল : শনিবার, ৬ মে, ২০১৭
  • ৪৮১ পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : কুলাউড়া উপজেলার নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়, পৃথিমপাশা আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এবং জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রসহ ৩ কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ফলাফলে মোট ৩৫২০ জন পরীক্ষার্থীর মধ্যে ২৬৩৮ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ১৭টি স্কুলের ৫৬ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। এছাড়া উপজেলার মধ্যে একমাত্র লংলা চা-বাগানের ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুলের ১৯জন পরীক্ষার্থীর মধ্যে ৪জন জিপিএ-৫ ও ১৫জন এ গ্রেডসহ মোট ১৯জন উর্ত্তীর্ণ হয়ে শতভাগ ফলাফল করে কৃতিত্ব অর্জন করেছে। স্কুলের প্রধান শিক্ষক রাধেশ্যাম রায় চন্দন জানান উত্তীর্ণ সকল শিক্ষার্থী চা-বাগানের চা-শ্রমিকের ছেলে-মেয়ে।
কুলাউড়া কেন্দ্র-১ নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন জানান, চলতি সনের এসএসসি পরীক্ষায় উক্ত কেন্দ্র থেকে ১৭ স্কুলের ১৮৪১ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এর মধ্যে ১১৬১ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে কুলাউড়া নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয় ১৩, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয় ৮, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয় ৬জন, ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন স্কুল ৪জন, ছকাপন উচ্চ বিদ্যালয় ও কলেজ ১জন, ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ ১জন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ১, দিলদারপুর উচ্চ বিদ্যালয় ১জন, ভাটেরা স্কুল এন্ড কলেজ ২ জন, লক্ষীপুর মিশন উচ্চ বিদ্যালয় ১জনসহ মোট ১০ স্কুলের ৩৮ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। পাশের হার ৭৭%।
কুলাউড়া কেন্দ্র-২ আলী আমজদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক আব্দুল কাদির জানান, উক্ত কেন্দ্র থেকে ১৩ স্কুলের ১৩৯৭ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ১০৩০ জন উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণদের মধ্যে আলী আমজদ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৩, রাউৎগাও উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ৪, কর্মধা উচ্চ বিদ্যালয় ৩, কানিহাটি উচ্চ বিদ্যালয় ৩, নয়াবাজার কেসি উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ ২, টিলাগাও এ.এন উচ্চ বিদ্যালয় ২, মাষ্টার সরাফত আলী উচ্চ বিদ্যালয় ১সহ মোট ৭ স্কুলের ১৮ জন জিপিএ-৫ পেয়ে কৃতিত্ব অর্জন করেছে। পাশের হার ৭৩%। কুলাউড়া কেন্দ্র-৩ জালালাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্র সচিব প্রধান শিক্ষক মোঃ মুজাহিদুল ইসলাম জানান উক্ত কেন্দ্র থেকে ৬ স্কুলের ৫০৪জন পরীক্ষার্থী অংশ গ্রহন করে। এরমধ্যে ৩৫৮জন উত্তীর্র্ণ হয়েছে। পাশের হার ৭২%। এসএসসি পরীক্ষায় উপজেলায় মোট পাশের হার ৭৪.৯৪%

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT