লন্ডন: উইলিয়াম হেনরি কুইলিয়াম। বৃটেনের লিভারপুলের মানুষ ছিলেন। জন্ম ১৮৫৬ সালের ১০ই এপ্রিল। ১৯৩২ সালের ২৩শে এপ্রিল পরলোক গমন করেন। লিভারপুলের এক সমৃদ্ধ পরিবারে তার জন্ম হয়। ১৮৭৮ সালে তিনি একজন ‘সলিসিটার’ হিসেবে কর্মজীবন শুরু করেন। তিনি ফৌজদারী আইনে বিশেষ শিক্ষা অর্জন করেছিলেন। আইন পেশায় তিনি এমনই খ্যাতি অর্জন করেন যে ‘লিভারপুল উইকলি কোরিয়ার’ নামের সেই সময়ের স্থানীয় একটি সাময়িকী তাকে বলেছিল-“unofficial Attorney-General of Liverpool”. তিনি জান্নাহ্ জনস্টোন নামে এক মহিলাকে বিয়ে করে সংসার সাজান ১৮৭৯ সালে।
এই উইলিয়াম হেনরি কুইলাম বিয়ের দু’বছর আগে অর্থাৎ ১৮৮৭ সালে মরোক্ক সফরে যান একটি রোগ সারাতে। সেখান থেকে তিনি ফিরে আসেন ইসলাম গ্রহন করে। দেশে ফিরে আসার পর তাকে সেই সময়ের আফগানিস্তানের যুবরাজ নসরুল্লাহ্ খাঁ বিরাট অংকের সহায়তা দেন ইসলাম গ্রহন করায়। উইকিপিডিয়া মতে ঐ পাউন্ডেই তিনি সেই সময়কার লিভারপুল শহরের ৩টি ঘর কিনে নেন। ওই ঘরগুলোর ৮নং ব্রগহাম টেরেইস বৃটেনের প্রথম মসজিদ হিসেবে কাজ শুরু করেছিল। বাকী ঘর দু’টির একটিতে বোর্ডিং স্কুল ও অপরটিতে “মদিনা হাউস” নামে একটি এতিমখানা পরিচালনা শুরু করেন।