1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আন্তর্জাতিক নারী দিবস পালিত : শ্রীমঙ্গল - মুক্তকথা
শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৯:১১ পূর্বাহ্ন

আন্তর্জাতিক নারী দিবস পালিত : শ্রীমঙ্গল

শ্রীমঙ্গল প্রতিনিধি
  • প্রকাশকাল : বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
  • ৯৪৮ পড়া হয়েছে

সারাদেশের ন্যায় মৌলভীবাজার, শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস বিভিন্ন কর্মসুচির মাধ্যমে পালিত হয়েছে। শনিবার দুপুরে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ আলহাজ ড. মো. আব্দুশ শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা অধিদপ্তরের আয়োজনে ও কিশোর-কিশোরী ক্লাবের সংগীত শিক্ষক সানজিতা আক্তার এর স ালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল থানার অফিসার্স ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার ও উপজেলা আওয়াশী লীগের সভাপতি অধেন্দু কুমার দেব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সচেতন নাগরিক কমিটি, সনাক টিআইবি, শ্রীমঙ্গল সভাপতি দ¦ীপেন্দ্র ভট্টাচার্য, উপজেলা মহিলা পরিষদের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যন জয়শ্রী চৌধুরী শিখা ও উপজেলা মহিলা অধিদপ্তরের প্রশিক্ষণার্থী তুলি পাল।

অনুষ্ঠানে কয়েকজন গর্ভবতি মা’র হাতে ভাতার কার্ড, শিক্ষার্থীদের ড্রেস(পোষাক) ও বই তুলে দেন পধান অতিথি এবং অনুষ্ঠান শেষে কিশোর-কিশোরী ক্লাবের সদস্যদের উদ্যোগে অল্প সময় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথিগণ।

অনুষ্ঠানে সরকারী, জনপ্রতিনিধি, শিক্ষার্থী, শিক্ষক, সংবাদকর্মীসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন উপস্থিত ছিলেন।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT