লণ্ডন।। আফগানিস্তানের পশু মন্ত্রণালয়(প্রাণী ও সেচ) মধু উৎপাদনের উপর জোর দিয়ে বলেছে বছরে আফগানিস্তান এগারো হাজার টন মধু বর্তমানে উৎপাদন করছে। ‘উৎপাদনের এই মাত্রা আমাদের আরো বাড়াতে হবে’। ‘বিশ্ব মধুমক্ষিকা দিবস’ পালনের এক অনুষ্ঠানে কৃষিমন্ত্রী নাসির আহমদ দূর্রাণী একথা বলেন। তিনি আরও বলেন, দেশের ৩২টি প্রদেশে মোট ২,১৪,০০০ মৌমাছিবাক্স বন্টন করে দেয়া হয়েছে মধু আহরণের জন্য। আয়োজিত অনুষ্ঠানে মৌমাছি সংরক্ষকদের সাথে তিনি আলাপ করছিলেন।
আলাপকালে মন্ত্রী তাদের জানান যে সে দেশের মধু উৎপাদনকে আন্তর্জাতিক মান সম্পন্ন করার তাগিদেই সরকার তাদের সাথে সহযোগীতা করে যাচ্ছেন। মৌমাছি পালনকারীদের সমস্যা জানার জন্য তার সরকারের পক্ষ থেকে আগামীতে বৈঠকের ব্যবস্থা করা হবে। মন্ত্রী বলেন, তুলনামূলকভাবে বিদেশের মধুর চেয়ে আফগানিস্তানের মধু অনেক ভাল। দেশের সকল মানুষকে জাতীয়ভাবে উৎপাদিত মধু ব্যবহারের তাগিদ দিয়ে মন্ত্রী আরো বলেন, এর ফলে দেশীয় মধু উৎপাদন ও এর গুণগতমান উন্নয়নে সহায়তা করবে এবং আরো বেশী পরিমাণে মানুষকে এ খাতে বিনিয়োগে উৎসাহিত করবে। সংবাদ সূত্র: পাজৌক আফগান নিউজ