1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
আমাদুল হকের দেখা, গেলো সপ্তাহের মৌলভীবাজার - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০১:০৩ অপরাহ্ন

আমাদুল হকের দেখা, গেলো সপ্তাহের মৌলভীবাজার

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২০
  • ২৬৩ পড়া হয়েছে
লিখেছেন এমদাদুল হক :

দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠান

মৌলভীবাজার জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দক্ষতা ও কর্মশালা বিষয়ক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই প্রোগ্রাম এবং মৌলভীবাজারের জেলা প্রশাসনের আয়োজনে গতকাল ০৯ নভেম্বর ২০২০(সোমবার) ভার্চুয়াল মাধ্যমে ও জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্বশরীরে উপস্থিত থেকে জেলা ব্রান্ডিং এর আওতায় বেকারমুক্ত জেলা গঠনের লক্ষ্যে দক্ষতা ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ মশিউর রহমান (এনডিসি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, যুগ্মসচিব, মন্ত্রিপরিষদ বিভাগ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার জেলার সুযোগ্য জেলা প্রশাসক মীর নাহিদ আহসান এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোঃ মামুনুর রশীদ।
উক্ত অনুষ্ঠানে দক্ষতা বৃদ্ধি বিষয়ে প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, কর্মসংস্থান সৃষ্টিকারী শিল্প উদ্যোক্তাবৃন্দ এবং চাকুরী প্রত্যাশী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। এ ধরনের কর্মশালা মৌলভীবাজার জেলায় কর্মসংস্থান বৃদ্ধিতে সহায়তা করবেন বলে সবাই অভিমত ব্যক্ত করেন।

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে ব্যাপক জনসচেতনতা সৃষ্টিতে একযোগে মৌলভীবাজার জেলা সদর এবং সকল উপজেলায় সচেতনতামূলক কর্মসূচি ও মাস্ক বিতরণ করা হয়।
আসন্ন শীতে করোনা ভাইরাস সংক্রমণের সম্ভাব্য সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মৌলভীবাজারের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মীর নাহিদ আহসানের নির্দেশনায় মৌলভীবাজার জেলা সদর এবং সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক কর্মসূচি পালন ও মাস্ক বিতরণ করা হয়।
মৌলভীবাজার জেলা সদরে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণে অংশগ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক মামুনুর রশিদ ( সার্বিক), অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানিয়া সুলতানা এবং জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। সকল উপজেলায় একযোগে সচেতনতামূলক কার্যক্রম ও মাস্ক বিতরণ কর্মসূচি পরিচালনা করেন সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ এবং সহকারী কমিশনারগণ(ভূমি)।
জেলা প্রশাসক জনাব মীর নাহিদ আহসান বলেন, করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে মৌলভীবাজার জেলার সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে মৌলভীবাজার জেলা প্রশাসন দৃঢ়প্রতিজ্ঞ এবং অত্যন্ত তৎপর।
মাননীয় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনা অনুসারে করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার এবং অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে মৌলভীবাজার জেলা প্রশাসন, অত্যন্ত কঠোর অবস্থান গ্রহণ করবে বলে জানান। তবে তার পূর্বে সবার মাঝে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি করা হচ্ছে যাতে সবাই স্বেচ্ছায় সচেতন হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলে। সকলের সম্মিলিত চেষ্টায় মৌলভীবাজার জেলায় করোনা ভাইরাস সংক্রমণের সেকেন্ড ওয়েভ প্রতিরোধে জেলা প্রশাসক দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন ও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।

চাঁদনীঘাট ইউপি নিরাপত্তায় পুলিশের সাথে মত বিনিময় সভা

মৌলভীবাজার জেলা সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নে মোট ০৯ টি ওয়ার্ডের সামাজিক ব্যক্তিবর্গের উপস্থিতিতে সমগ্র ইউনিয়নে পাহাড়ার লক্ষ্যে পুলিশের সাথে মত বিনিময় বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল ০৯ নভেম্বর ২০২০ (সোমবার) এই সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউনিয়নের প্রতিটি গ্রামে পুলিশের কমিউনিটি কমিটির মাধ্যমে যুবসমাজ সহ সামাজিক মানুষের মাধ্যমে প্রত্যকটি ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠনের মাধ্যমে সাধারণ মানুষ যাতে নিরাপদে, শান্তিতে ঘুমাতে পারে, সে বিষয়ে উক্ত সভায় আলোচনা করা হয়।
সার্বিক বিষয়ে পুলিশ সুপার ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে তদারকি এবং পর্যালোচনা করছেন উক্ত ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত সাব ইনস্পেকটর আবু সায়েম ও এএসআই মশিউর রহমান।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT