মুক্তকথা সংবাদকক্ষ।। আগামী ১০মে থেকে স্থানীয়ভাবে মৌলভীবাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার যে সিদ্ধান্ত নেয়া হয়েছে, স্থানীয় প্রশাসন কর্তৃক নির্দেশিত সে সিদ্ধান্তকে প্রসংশনীয় আখ্যায়িত করে “মৌলভীবাজার ইলেকট্রনিক্স শো-রুম ব্যবসায়ীবৃন্দ” তাদের ‘শোরুম’ সমূহ আগামী ৩১মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। কারো স্বাক্ষরবিহীন ‘মৌলভীবাজার ইলেকট্রনিক্স শো-রুম ব্যবসায়ীবৃন্দ’ নামে এক বিশেষ বিজ্ঞপ্তি প্রচার করে তারা বলেছেন, মৌলভীবাজার জেলায় খুব ধীরে হলেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এর উপরে তাদের স্থানীয় শোরুমগুলির অধিকাংশই সদর হাসপাতালের একেবারেই কাছাকাছি। এমন অবস্থা সমূহ বিবেচনায় নিয়ে তারা তাদের শোরুমগুলি আগামী ৩১মে পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন।