মৌলভীবাজার অফিস।। বাণিজ্য মন্ত্রনালয়াধীন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার শহরের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্টানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছে। মঙ্গলবার কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আল-আমিন এ অভিযান চালান। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে রেখে খাদ্যদ্রব্য তৈরী করা, ওষুধের নির্ধারিত দাম কেটে অতিরিক্ত দাম লেখা, বিদেশী প্রসাধনীর প্যাকেটের গায়ে যথাযথ কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারীতমূল্য না লিখে অতিরিক্ত দামে বিক্রি করাসহ বিভিন্ন অপরাধে তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
এসময় পাঁচ ভাই রেষ্টুরেন্টকে ৩ হাজার, ইসলামিয়া ড্রাগ সেন্টারকে ৩ হাজার ও স্বাদ ব্রেড এন্ড বিস্কুট ইন্ডাস্ট্রিজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে অসুস্থ মুরগি বিক্রি করছে কিনা এ বিষয়ে শহরের পশ্চিম বাজারে মুরগী ব্যবসায়ীদের মুরগী ও গরুর মাংস পরীক্ষা করে দেখা হয়। একই সাথে জুগিঢর রোড থেকে পশ্চিম বাজার পর্যন্ত সকল পোল্ট্রি ফিড ব্যবসায়ীদের আইন অনুযায়ী জেলা প্রাণী সম্পদ অফিস থেকে নতুন লাইসেন্স নেওয়া এবং পুরাতন লাইসেন্স নবায়ন করার জন্য নির্দেশনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলার উপজেলা প্রাণী সম্পদ অফিসার মোঃ হেদায়েতুল্লাহ, ওষুধ তত্ত্বাবধায়ক বাদল সিকদারসহ অনেকেই।