মৌলভীবাজারে বোরহান উদ্দিন সোসাইটির ইফতার মাহফিল
শেখ বোরহান উদ্দিন (রহঃ) ইসলামী সোসাইটি (বি আই এস) মৌলভীবাজার এর উদ্যোগে গেল শনিবার শহরের রেস্ট ইন রেস্টুরেন্টে শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি, ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সোসাইটির সভাপতি এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ডক্টর ফজলুল আলী, মৌলভীবাজার পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নওশের আলী খোকন, অতিরিক্ত পুলিশ সুপার মৌলভীবাজার সদর সার্কেল মোঃ রাশেদুল ইসলাম, মৌলভীবাজার সরকারি মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ শাহজাহান,মৌলানা মুফজ্জল হোসেন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইকবাল, পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ড.সাদেক আহমদ প্রমুখ।
|
বড়লেখায় দুস্তদের মাঝে রমজান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ
খলিলুর রহমান,বড়লেখা।। মৌলভীবাজারের বড়লেখায় বহুল আলোচিত সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় ও প্রবাসী কমিউনিটি নেতা আলহাজ্ব মোঃ আব্দুল করিম ও আলহাজ্ব মুক্তাদির হোসেন মিছবার অর্থায়নে উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে পবিত্র মাহে রমজানুল মুবারক উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল বেলা২ ঘটিকার সময় পৌর শহরের ষাটমা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাংগণে যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের সভাপতি তাহমিদ ইশাদ রিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আইনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সোয়েব আহমদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার সামগ্রী বিতরণ করেন বড়লেখা উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, রাহেনা বেগম হাসনা। যুবশক্তি সমাজ কল্যাণ পরিষদের চেয়ারম্যান জেহিন সিদ্দিকী, স্থায়ী কমিটির সদস্য সাংবাদিক সুলতান আহমদ খলিল, রাহেন পারভেজ রিপন, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি সুমন আহমদ। স্থায়ী কমিটির সদস্য মাওলানা সাইদুল ইসলাম শামীম, আবুল হাসনাত শরফ, বাকের আহমদ, সহসভাপতি জামিল আহমদ, সাদিকুর রহমান শাহেদ, সাংগঠনিক সম্পাদক এমদাদুল করিম চৌধুরী শীমুল, ক্রীড়া সম্পাদক আহমেদ নোমান প্রমুখ।
মৌলভীবাজার একাটুনায় নাবিলা ফাউন্ডেশনের উদ্যোগে রমাদ্বানের খাদ্য সমগ্রী বিতরন
সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল।। মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা এলাকায় নাবিলা ফাউন্ডেশন এর পক্ষ থেকে মোট ১৫০টি অসহায় দারিদ্র পরিবারের মাঝে মাহে রমাদ্বান উপলক্ষে খাদ্য সমগ্রী বিতরন করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১ টায় সদর উপজেলার ৬নং একাটুনা ইউনিয়নের নবীনগর শাহীঈদগাহ্ প্রাঙ্গনে এক অনুষ্ঠানের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। নাবিলা ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব ফিরোজ মিয়া’র সভাপতিত্বে ও যুবসংগঠক সামাজিক ব্যক্তিত্ব ও মানবাধিকার কর্মী শামীম আহমদ এর উপস্থাপনায় অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নবীনগর গ্রামের বিশিষ্ট প্রবীন মুরুব্বী আলহাজ্ব ইছমাইল মিয়া, লন্ডন প্রবাসী সামাজিক ব্যক্তিত্ব আব্দুল লতিফ ও রত্না বেগম , সমাজ সেবক রাজনীতিক ব্যক্তিত্ব সায়েক আহমদ, সিজিল মিয়া, লেফাছ মিয়া, কয়ছর আহমদ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন নাবিলা ফাউন্ডেশন এর সমম্বয়কারী শামীম আহমদ, হুমায়ুন কবির, সোয়েব আহমদ, নানু মিয়া, রিপন আহমদ, সহীদ আহমদ, জাবেদ আহমদ, শিপন আহমদ, মিজান আহমদ, বাহার আহমদ, হেলাল, আরিফ, মইনুল, হোসাইন, ইমন শাহারিয়া, শুভ, মিছলুসহ আরও অনেকেই।
আয়োজকরা জানান, মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা থেকে বাছাই করে হতদরিদ্র ১৫০ টি পরিবারের মাঝে ২৫কেজি চাউল, ৫লিটার সুয়াবিন, ৫কেজি পিয়াজ, ৩কেজি চানা, ৩ কেজি ডাইল, ২ কেজি চিনি, ১ কেজি লবন, আধা কেজি খেজুর, ২০০গ্রাম দুধ ও সেমাই সহ প্রায় সাড়ে ৩ লক্ষ সমপরিমান টাকার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।
|