মৌলভীবাজার সংবাদদাতা।। মৌলভীবাজারে মাদক উদ্ধার করতে গিয়ে গোয়েন্দা পুলিশের সাথে মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছে। এসময় গোয়েন্দা শাখার সাব-ইন্সপেক্টর মুমিন উল্লাহসহ আরো ২ সদস্য আহত হয়। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২টায় মৌলভীবাজার সদর উপজেলার রায়শ্রী এলাকায়।
মৌলভীবাজার মডেল থানার ওসি মোঃ আলমগীর হোসেন এই সংবাদদাতাকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার শিপন দিপের বাড়িতে মাদক ব্যবসা চলছে জেনে জেলা গোয়েন্দার এসআই মুমিন উল্লাহ সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযানে যান।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ী মুহিবুর রহমান জিতুসহ অন্যান্যরা রামদা ও আগ্নেয়াস্ত্র দিয়ে পুলিশের উপর হামলা চালায়। এসময় এসআই মুমিন উল্লাহ, কনস্টেবল দবির আহমেদ ও সোহেল মিয়া আহত হয়। পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মুহিবুর রহমান জিতু আহত হয়। তাৎক্ষনিক তাকে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে এলে মারা যায় সে। নিহত জিতু সদর উপজেলার বেড়িরচর এলাকার মৃত পরকিত উল্লাহর ছেলে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আহতরা মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নিহত জিতুর ময়না তদন্ত শেষে আইনগত প্রক্রিয়া চলবে বলে জানান থানার দায়ীত্বে থাকা ওই পুলিশ কর্মকর্তা।