মৌলভীবাজার অফিস: বুধবার, ১১ই মাঘ ১৪২৩।। মৌলভীবাজার জেলা পরিষদ নির্বাচনে এক সদস্য প্রার্থী নির্বাচনে হেরে ইউপি সদস্যদের কাছ থেকে টাকা ফেরত চেয়ে ইউনিয়ন চেয়ারম্যান বরাবর অভিযোগ দায়ের করেছেন এমনি এক অভিযোগপত্র সাংবাদিকদের হাতে এসে পৌছেছে। বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ওই অভিযোগপত্র থেকে জানা গেছে, মোহাম্মদ মবশ্বির আহমদ নামে এক ওয়ার্ড সদস্য প্রার্থী জেলা পরিষদ নির্বাচনে গত ২৮ ডিসেম্বর ০৯ নং ওয়ার্ডে টেংরাবাজার, মনসুরনগর, আখাইলকুড়া, চাঁদনীঘাট ও একাটুনা ইউনিয়ন পরিষদে সাধারণ সদস্য পদে (হাতি) প্রতীক নিয়ে প্রতিদ্বন্ধীতা করে ১৮ ভোট পান। ওই ওয়ার্ডে ২৫ ভোট পেয়ে বিজয়ী হন আতাউর রহমান (উটপাখি)।
পরাজিত প্রার্থী মোহাম্মদ মবশ্বির আহমদ গত ১৯ জানুয়ারী রাজনগর উপজেলার টেংরা ইউনিয়ন চেয়ারম্যান বরাবর ৩ সংরক্ষিত মহিলা সদস্য ও ৪জন সাধারণ সদস্যের বিরুদ্ধে প্রতারণা করে ভোট দিবেন বলে মিথ্যা আশ্বাস দিয়ে বড় অংকের টাকা আত্বসাৎ করেছেন। লিখিত অভিযোগের কাগজের বয়ান থেকে এই চাঞ্চল্য তথ্য বেরিয়ে এসেছে।
অভিযোগে বলা হয়, ভোট দিবেন বলে ১, ২ ও ৩ নং সংরক্ষিত মহিলা সদস্য সেলিনা বেগম ৩০ হাজার টাকা, ৪, ৫ ও ৬ নং সংরক্ষিত মহিলা সদস্য ইয়ারুন নেছা ৩০ হাজার টাকা, ৭, ৮ ও ৯ নং সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ রুপিয়া বেগম ৩৫ হাজার টাকা, ১ নং ওয়ার্ড সদস্য মোঃ মতিন মিয়া ৫০ হাজার টাকা, ২ নং ওয়ার্ড সদস্য বিক্রম গৌড় ৩০ হাজার টাকা, ৩ নং ওয়ার্ড সদস্য মোঃ পাবলু মিয়া ৫০ হাজার টাকা ও ৭ নং ওয়ার্ডের সদস্য মোঃ রিপন মিয়া ৫০ হাজার টাকা নিয়েছেন । অভিযুক্তরা এটা অস্বীকার করে বলেন, আমাদের বিরুদ্ধে এরকম কোন প্রমাণ দেখাতে পারবেন না। এ বিষয়ে বুধবার বিকেলে ইউনিয়ন চেয়ারম্যান মোঃ টিপু খান এর সাথে মুঠোফোনে একাদিকবার যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
অভিযোগকারী মোহাম্মদ মবশ্বির আহমদ এর সাথে কথা হলে তিনি বলেন, এধরনের লিখিত অভিযোগ আমি করিনি। আমার নাম ব্যবহার করে হয়তো কেউ করেছে। তবে স্থানীয়রা বলছেন, বিষয়টি মিটমাট হওয়ায় হয়তো তিনি অস্বিকার করছেন।