1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
ট্রাকের চাকায় পিষ্ট শিক্ষার্থী - এমন মৃত্যু মেনে নেয়া যায়না - মুক্তকথা
রবিবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৫, ০৮:৩৬ পূর্বাহ্ন

ট্রাকের চাকায় পিষ্ট শিক্ষার্থী – এমন মৃত্যু মেনে নেয়া যায়না

আব্দুল ওয়াদুদ॥
  • প্রকাশকাল : শনিবার, ১৮ জানুয়ারী, ২০২৫
  • ৮৩ পড়া হয়েছে

 

শিশু শিক্ষার্থী আবু সাঈদকে ট্রাক চাপায় হত্যা
ঘাতক ট্রাক চালকের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় মাটি বহনকারী ট্রাকের চাপায় নিহত শিশু শিক্ষার্থী আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ ও মানববন্ধন করেছে এলাকাবাসী। সমাবেশে বক্তগন, অবিলম্বে আবু সাঈদের ঘাতক ট্রাক চালক আব্দুল হককে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান।

গতকাল শুক্রবার(১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার উত্তর নয়াগ্রামের খালেরমুখ- নয়াবাজারের সেতুর সম্মুখে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ইউপি সদস্য বাবুল মিয়া, সমাজসেবক হেলাম মিয়া, নাসির উদ্দীন, ডা: ফারুক আহমেদ, মকবুল হোসেন, নিহত আবু সাঈদের বাবা আব্দুল আজিজ, দাদি কাজল বেগম, ফুফু জড়িনা বেগম, স্থানীয় মুরব্বি জয়নাল আবেদীন, ইউসুফ আলী, রশিদ মিয়া, সাবেক সেনা সদস্য বদরুল হোসেন, ব্যবসায়ী জসিম আহমেদ প্রমুখ।

উল্লেখ্য, গত বুধবার(১৫ জানুয়ারি) বিকালে উপজেলার জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম এলাকায় হাকালুকি হাওর থেকে মাটি বহনকারী বেপরোয়া একটি ট্রাক রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা শিশু আবু সাঈদকে চাপা দেয়। ঘটনাস্থলে শিশু আবু সাঈদ মৃত্যু বরণ করে। এসময় গাড়ি চালক ঘাতক আব্দুল হক পালিয়ে যায়। খবর পেয়ে জুড়ী থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে। ঘটনার দিন শিশু আবু সাঈদের বাবা আব্দুল আজিজ বাদী হয়ে জুড়ী থানায় মামলা দায়ের করেন।

 


 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT