মৌলভীবাজারের দৃষ্ঠি প্রতিবন্ধী স্কুলের আবাসিক এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে দীপ্ত বণিক(২৫) নামে এক যুবক। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক(এসআই) মো: আলমগীর মিয়া জানান, নিহত ছেলের বাড়ি কুমিল্লার প্রাক্ষনপাড়া থানার চালনা গ্রামে। তার বাবামৃত শেফাল চন্দ্র বণিক। দীপ্ত সদরের জয়দূর্গা বস্ত্রালয়ের ৩য় তলায় একটি বাসায় ভাড়া থেকে রনি জুয়েলারীতে সাড়ে চার বছর থেকে কাজ করতো।
আজ সোমবার সে বোনের জামাই দৃষ্ঠি প্রতিবন্ধী স্কুলের ইনচার্জ স্বপন কর্মকারের বাসায় দুপুর ১২টার আগে বা পরে বেড়াতে যায়। এসময় কোনও এক ফাঁকে গলায় গামছা দিয়ে একটি কক্ষে ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করে। তার লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শণ করেছেন মৌলভীবাজার সদর সার্কেল জিয়াউর রহমান ও ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মর্তুজা।
এব্যাপারে ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) গোলাম মর্তুজা বলেন, ছেলেটির দু’টি ভাই। বড় ভাই কুমিল্লায় থাকে। বোনের জামাইও অন্ধ, সে রাতে বাসায় ফিরে নাই। সকালে বোনের জামাইয়ের বাসায় আসে বোনের জামাইয়ের জায়গা বিক্রীর কথা বলতে। কোনও এক সময় আত্মহত্যা করে। তিনি বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ছেলেটি দূ:শ্চিনতায় ভোগছিল। ময়না তদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারন জানা যাবে।
|