মুক্তকথা সংবাদকক্ষ।। ছোট-খাটো উৎসবের আকারেই পালিত হল দৈনিক সংবাদপত্র কালের কন্ঠ’এর দশম বছর পুরার দিন। এ উপলক্ষ্যে গত ১০ই জনুয়ারী সকাল ১১ ঘটিকায় মৌলভীবাজার প্রেসক্লাব থেকে এক বর্ণাঢ্য রেলী বের হয়। রেলী শেষে প্রেস ক্লাবে অনুষ্ঠিত হয় এক মনোজ্ঞ আলোচনা সভা। আলোচনা শেষে কমলগঞ্জ কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ্য বাবু রসময় মোহন্তকে দৈনিক কালের কণ্ঠের পক্ষ থেকে ২৫ হাজার টাকার একটি চেগ ও ক্রেষ্ট হাতে তোলে দেওয়া হয়।
প্রেসক্লাবের প্রাক্তন সভাপতি সাংবাদিক আব্দুস সালাম রসময় মোহান্তের হাতে ক্রেস্ট ও চেক তুলে দেন। এসময় প্রেসক্লাবের বর্তমান সভাপতি ছড়াকার সাংবাদিক আব্দুল হামিদ মাহবুব ও সম্পাদক সাংবাদিক উমেদ আলী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ বছর দৈনিক কালের কণ্ঠ পত্রিকা সারা দেশে ৩০ গুনিজন শিক্ষককে এই সন্মাননা প্রদান করে।