মৌলভীবাজার অফিস।। শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে মৌলভীবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার, ১৪ ডিসেম্বর সকালে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোঃ তোফায়েল ইসলাম এর সভাপতিত্বে ও জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ জসিম উদ্দিন মাসুদ এর পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আশরাফুর রহমান, জেলা ম্যাজিস্ট্রেট মীর মাহবুবুর রহমান, সাবেক মহিলা সাংসদ হুসনে আরা ওয়াহিদ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক রোকন উদ্দিন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মিছবাহুর রহমান, পৌর মেয়র মোঃ ফজলুর রহমানসহ অনেকেই।
এদিকে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা শিশু একাডেমীর আয়োজনে নানা কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বৃস্পতিবার এম সাইফুর রহমান অডিটোরিয়ামে চিত্রাংঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ জানান, দিবসটি উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নেয়া হয়েছে। বৃহস্পতিবার চিত্রংঙ্কন ও রচনা, শুক্রবার কবিতা আবৃতি ও সংগীত ও আগামী শনিবার (১৬ই ডিসেম্বর) আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হবে।