লন্ডন: ভারতের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হয়েছেন নির্মলা সীতারামণ। এই প্রথম কোন মহিলা ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পূর্ণ নারী মন্ত্রী হলেন। রোববার নরেন্দ্র মোদীর সরকারে তৃতীয়বারের মতো ১৩ জন মন্ত্রী অদল-বদল হলো। এর আগে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছিলেন অরুণ জেটলি।
সীতারামণ এর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়াটা বিস্ময়ের সৃষ্টি করেছে অনেকের মাঝেই। এই পদের জন্য নিতীন গাদকারির নাম শোনা গিয়েছিল। মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পরে নির্মলা বলেন, একটি ছোট শহর থেকে আসা এবং দলীয় নেতৃত্বের সমর্থনে বেড়ে ওঠা কেউ যখন এত বড় দায়িত্ব পায় তখন সেটা স্রষ্টার অনুগ্রহই বলতে হয়।
এর আগে বাণিজ্যমন্ত্রী হিসেবে কাজ করেছেন নির্মলা। তিনি বলেন, সমালোচনার বিরোধী তিনি নন কিংবা এতে ভীতও নন তিনি। তাঁর মতে, প্রত্যেকটি সমালোচনা থেকে শেখার আছে। আমি সমালোচনা থেকে শিক্ষা নেয়ার চেষ্টা করি।
উল্লেখ্য, এর আগে গুরুত্বপুর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। ছবি ও তথ্যসূত্র: ইন্ডিয়াটিভি