মৌলভীবাজার: রোববার, ১২ই চৈত্র ১৪২৩।। সকলের পরিচিত মেজর মতিন আর নেই। আজ রোববার ভোর আড়াইটার সময় অবসরপ্রাপ্ত লে: কর্ণেল আব্দুল মতিন মৌলভীবাজারের বনশ্রী এলাকার নিজ বাসভবনে পরলোকগমন করেন। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিকে ভুগছিলেন। রোববার ভোরে তিনি স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার আছরের নামাজের পর মৌলভীবাজার ঈদগা ময়দানে তার জানাজা পড়া হবে।
প্রয়াত মতিন ছাত্র জীবনে খুবই মেধাবী ছাত্র ছিলেন। অবসর জীবনে তিনি স্থানীয় বনশ্রী এলাকায় বাড়ীনির্মাণ করে স্থায়ীভাবে মৌলভীবাজার চলে আসেন। স্থানীয় বহু সমাজসেবী সংগঠনের সাথে মতিন ঘনিষ্টভাবে জড়িত ছিলেন। মৌলভীবাজার ডায়াবেটিক এসোসিয়েশনের তিনি প্রতিষ্ঠাকালীন সদস্যছিলেন। মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালামের তিনি চাচাতো ভাই এবং বিশিষ্ট ব্যবসায়ী বিএনপি নেতা আব্দুল আহাদের ভগ্নিপতি ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও প্রবাসে ৩ ছেলে রেখে গেছেন।