ইরাণ সরকার কর্তৃক প্রায় ২০০০ প্রতিবাদকারীকে অন্যায় আটকের বিরুদ্ধে ওয়াশিংটন ভিত্তিক গণতন্ত্র ও সাংবাদিকতার সংস্থা “ফ্রিডম হাউস” এক বিবৃতি প্রকাশ করেছে। ইরাণ সরকারের দূর্ণীতি ও আর্থ-রাজনৈতিক বিষয় নিয়ে গত ২৮ ডিসেম্বর এই প্রতিবাদ অনুষ্ঠিত হয়।
“ফ্রিডম হাউস”এর মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অধ্যায়ের জ্যৈষ্ঠ কর্মসূচী ব্যবস্থাপক ‘দকি ফাছিহিয়ান’ এর স্বাক্ষরিত ওই বিবৃতিতে আটককরা সকল প্রতিবাদকারীদের শীঘ্রই মুক্তি দেয়ার জন্য ইরাণকে বলা হয়েছে। আরো বলা হয়েছে যে এসব প্রতিবাদকারী স্বাধীনভাবে সভায় মিলিত হয়ে নিজেদের কথা বা মতামত প্রকাশ করার মানবিক বৈধ অধিকার চর্চ্চার পথে গিয়ে নিজেদের মতামত প্রকাশ করেছে। তাদের ছেড়ে দেয়া ইরাণের উচিৎ। আটক অবস্থায় ৩ প্রতিবাদকারীর মৃত্যু, নিরাপত্তা কর্মীদের হাতে আটককৃত মানুষের প্রতি তাদের আচরণের উপর গভীর শঙ্কার কারণ হয়ে উঠেছে।
ইরাণী জনগনের মৌলিক অধিকার ও রাজনৈতিক অধিকার অস্বীকার করার কারণেই এই প্রতিবাদের সূত্রপাত হয়েছিল বলে বিবৃতিতে মন্তব্য করা হয়।