1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’ - মুক্তকথা
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ০৬:৫৯ পূর্বাহ্ন

প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’

প্রনীত রঞ্জন দেবনাথ ও কাওসার ইকবাল॥
  • প্রকাশকাল : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৩২ পড়া হয়েছে
নাটক ও নাট্যসাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায়
শুভাশিস সিনহা’কে সম্মাননা প্রদান
 

নাটক ও নাট্যসাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলা একাডেমি পুরস্কার পাওয়ায় মৌলভীবাজারের কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমির নাট্য নির্দেশক শুভাশিস সিনহা’কে কমলগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সম্মাননা প্রদান করা হয়েছে। গত শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় প্রভাতফেরি শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনাসভা ও বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাখন চন্দ্র সূত্রধর আনুষ্ঠানিকভাবে শুভাশিস সিনহার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

এসময় অনুভুতি প্রকাশ করতে গিয়ে শুভাশিস সিনহা বলেন, আমার এ অর্জন রাজধানী থেকে বাইরে যারা নাটক ও সাহিত্য চর্চা করেন তাদের সবার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

মণিপুরী থিয়েটারের প্রতিষ্ঠাতা শুভাশিস সিনহা কমলগঞ্জে দীর্ঘসময় যাবত সক্রিয় আছেন লেখালেখি ও মণিপুরী থিয়েটার নিয়ে। তার নিজগ্রামে প্রয়াত পিতার দান করা জায়গায় প্রতিষ্ঠা করেছেন নিজস্ব থিয়েটার স্টুডিও ‘নাটমন্ডপ’।
এটি বাংলাদেশের প্রথম থিয়েটার স্টুডিও। মণিপুরী থিয়েটার এখানে নিয়মিত নাটক মঞ্চায়ন করছে। এ গর্ব সমগ্র কমলগঞ্জবাসীর।

কমলগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্লাবন পালের সঞ্চালনায় আলোচনাসভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডি এম সাদিক আল শাফিন, উপজেলা কৃষি কর্মকর্তা জয়ন্ত কুমার রায়, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) শামীম আখঞ্জি, উপজেলা জামায়াত ইসলামের আমীর মো. মাসুক মিয়া, লেখক ও গবেষক আহমদ সিরাজ, প্রেসক্লাবের আহবায়ক এম এ ওয়াহিদ রুলু, সদস্য সচিব আহমেদুজ্জামান আলম প্রমুখ।

পরে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এসময় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, স্কুল -কলেজের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেসার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT