আর্থিক সংকটাপন্ন কৃষক পরিবারের মেয়ে তাসনিয়া আক্তার তানিয়া তার অন্যান্য মেধাবী ভাই-বোনদের চেয়েও ভালো ফলাফল করে এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এপ্লাস পেয়েছে। তানিয়ারা পাঁচ ভাই-বোন। তানিয়া সবার ছোট। তার বড় দুই ভাই শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে এবং দুই বোনের মধ্যে বড় বোন কুলাউড়া ডিগ্রী কলেজে ও ছোট বোন বরমচাল কলেজে লেখাপড়া করছে।
জানা যায়, তানিয়ার বাবা মছব্বির আলী একজন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক ও মা ছিনারা বেগম গৃহীনি। আর্থিক অভাব অনটনে জর্জরিত মছব্বির আলী কৃষি কাজ করে তার ছেলে-মেয়েদের লেখাপড়া করাচ্ছেন।
তাসনিয়া আক্তার তানিয়ার বাবা মছব্বির আলী বলেন, “তানিয়ার এ ফলাফলে আমি আনন্দিত। অভাব অনটনে থেকে ছেলে-মেয়েরা পড়ালেখা করছে। তারা লেখাপড়া করে নিজেরা প্রতিষ্ঠিত হওয়ার পাশাপাশি সমাজের উন্নয়নে কাজ করবে এটাই আমার প্রত্যাশা।”
তানিয়া মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বঁঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। তার বাড়ি কুলাউড়া উপজেলরার ভুকশিমইল ইউনিয়নের জাব্দা গ্রামে। তার এ সাফল্যে তার পরিবারের পাশাপাশি এলাকাবাসীও আনন্দিত।
তাসনিয়া আক্তার তানিয়া বলে, “আমার এই সাফল্যের পিছনে শিক্ষক এবং পরিবারের অবদান সবচেয়ে বেশি। বিশেষ করে আমার বড় ভাই শাহ জালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহাঙ্গীর আলম ভালো ফলাফল করার জন্য সর্বদাই আমাকে উৎসাহ দিয়েছেন।”
বঁঙ্গবন্ধু আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান বলেন, প্রত্যেক বিষয়ে তানিয়া এ প্লাস পেয়েছে। সে প্রকৃত মেধাবী। শিক্ষকদের আন্তরিকতা ও তার প্রচেষ্টায় এ সাফল্য। তানিয়ার এ ফলাফলে তার পরিবারের মুখ উজ্জ্বল হওয়ার পাশাপাশি বিদ্যালয়েরও সুনাম বেড়েছে।