1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বন্যাত্রাণ নিয়ে ব্যঙ্গরসের একটি কবিতা - মুক্তকথা
শনিবার, ১১ জানুয়ারী ২০২৫, ০৭:৪১ অপরাহ্ন

বন্যাত্রাণ নিয়ে ব্যঙ্গরসের একটি কবিতা

সংবাদদাতা
  • প্রকাশকাল : শুক্রবার, ২২ জুন, ২০১৮
  • ৬৪৬ পড়া হয়েছে

দিপু কোরেশীর কবিতা

শঙ্কা

হবে হবে ত্রাণ হবে,
সাথে হালকা নাম হবে,
সেলফির ঝিলিক হবে।

দুই হাতের উপর বিশ হাত বসবে,
গরীব নিয়ে তামাশা হবে,
নির্লজ্জ হাসি হবে।

টিভিতে অ্যাপিল হবে,
দেশ বিদেশে খবর হবে,
লিল্লাহ্ দিয়ে শহর খাবে।

তাতে তাদের কি হবে?
টিভিতে তো দেখা যাবে,
সব পেপারে নাম যাবে,
সমাজসেবী সবাই বলবে!

 

কতো টাকা জমা হবে,
সে হিসেব চাপা রবে!

রাস্ট্রীয় ত্রাণ আসবে,
সেখানেও রহস্য হবে।

নেতা আরো নেতা হবে,
সমাজসেবী নাম কামাবে,
সাধারণের নাম ভাঙ্গাবে।

বন্যা হয়তো আরো হবে,
মনু কবে খনন হবে?
সে উত্তর কে দিবে!

অতীত যে কথা বলে,
তাইতো প্রশ্ন খেলা করে।
শঙ্কা কবে দূর হবে?

 

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT