1. muktokotha@gmail.com : Harunur Rashid : Harunur Rashid
  2. isaque@hotmail.co.uk : Harun :
  3. harunurrashid@hotmail.com : Muktokotha :
বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদল - মুক্তকথা
শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১১:১৪ অপরাহ্ন

বাংলাদেশ সেনাবাহিনীতে রদবদল

বিশেষ সংবাদদাতা
  • প্রকাশকাল : মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪
  • ১৩৬ পড়া হয়েছে

বাংলাদেশ সেনা বাহিনীর শীর্ষপদে বদলি

আজ মঙ্গলবার, ৬ আগস্ট, মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরি হতে অব্যাহতি দেওয়া হয়েছে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)-এর সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে  বিভিন্ন সংবাদ মাধ্যম এ তথ্য প্রকাশ করেছে।

মেজর জেনারেল জিয়াউল(দুই-তারকা)  জাতীয় টেলিযোগাযোগ পর্যবেক্ষণ কেন্দ্রের মহাপরিচালক হিসেবে নিযুক্ত ছিলেন। তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়ায় মহাপরিচালকের শূন্য পদে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমান।

মেজর জেনারেল জিয়ার বিরুদ্ধে ফোনে আড়িপাতা এবং গুপ্তহত্যায় শেখ হাসিনা সরকারকে মদত দেওয়ার সরাসরি অভিযোগ তুলেছিলেন আন্দোলনকারী পড়ুয়া ও বিরোধী নেতারা।

এছাড়াও, বদল হওয়া অন্যান্যদের মধ্যে- লেফটেন্যান্ট জেনারেল মো. সাইফুল আলমের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মো. মজিবুর রহমানকে জিওসি আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড-এর দায়ীত্ব দেয়া হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল আহম্মদ তাবরেজ শামস চৌধুরীকে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল করা হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীমকে সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ করা হয়েছে।
লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হককে কমান্ড্যান্ট এনডিসি এবং মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে এনটিএমসি’র মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এ জাতীয় সংবাদ

তারকা বিনোদন ২ গীতাঞ্জলী মিশ্র

বাংলা দেশের পাখী

বাংগালী জীবন ও মূল ধারার সংস্কৃতি

আসছে কিছু দেখতে থাকুন

© All rights reserved © 2021 muktokotha
Customized BY KINE IT