শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা জোরদারকরণে জোটগঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে শিশু সুরক্ষা জোরদারকরণে জোটগঠন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বার) সকাল ১১ টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
চাইল্ডফা- কোরিয়া ও এডুকো এর অর্থায়নে এবং আলোয় আলো প্রকল্পের সহযোগিতায় এমসিডা, বিটিএস ও আইডিয়া প্রকল্পের আয়োজনে এ কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন ও সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার নজরুল ইসলাম। কর্মশালায় অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখের উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা।
ব্রেকিং দ্যা সাইলেন্সের প্রজেক্ট কো-অর্ডিনেটর চাঁদনী রায়ের স ালনায় কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন এমসিডা’র প্রধান নির্বাহী তহিরুল ইসলাম মিলন।
এসময় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী, আলোয় আলো প্রজেক্ট কো-অর্ডিনেটর মো. এমদাদুল হক, আইডিয়া’র প্রজেক্ট কো-অর্ডিনেটর আমিনুর রহমান প্রমুখ।
কর্মশালায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, ছয়টি চা-বাগানের ব্যবস্থাপক, ছয়টি চা-বাগানের প ায়েত সভাপতি, তিনটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, এলাকাভিত্তিক শিশু সুরক্ষা কমিটির প্রতিনিধি ও সাংবাদিকসহ ৪০ জন অংশগ্রহন করেন।
আয়োজকরা জানান, শিশু অধিকার রক্ষায় মনিটরিং করার জন্য উপজেলা পর্যায়ে একটি কমিটি গঠন করার পরিকল্পনা রয়েছে।
|